লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন পরিষদের আয়োজনে গত ২৪ অক্টোবর লোহাকুচি স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে জনপ্রশাসনে সচ্ছতা, জবাবদিহিতা এবং সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধে করনীয় শীর্ষক সভা এবংএক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান। বিশেষ অতিতি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম, উত্তর বাংলা কলেজের ইংলিশ এন্ড আইটি প্রজেক্ট ডাইরেক্টর আইরিন গ্রাহাম (গং ওৎবহব এৎধযধস) । বক্তব্য রাখেন লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানু, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম মনওয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও লোহাকুচি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল ইসলাম। ওই সভায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ লোহাকুচি স্কুল এন্ড কলেজের সভাপতি ও উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ এস.এম মনওয়ারুল ইসলামকে চ্যারিটি এডুকেশন ইন্টারন্যাশনাল গ্লাসগো, ইউ কে কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত হওয়ায় সংবর্ধনা জানানো হয়।
সভায় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন ভূইয়া, ইউকে থেকে আগত ভিজিটিং টিচার ডেভিড কেনভিন (উধারফ কবহাুহ), ইসরাত গাজালা (ওংযৎধঃ এধুধষধ), প্রভাষক বদরুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক সবুজ আলী আপন, গোড়ল ইউনিয়ন পরিষদ সদস্য-সদস্যা, শিক্ষক-শিক্ষকা ও আমন্ত্রিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুমড়ির হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল