আতাউর রহমান সোহেল, গাজীপুর থেকে:
গাজীপুরের উপজেলা শ্রীপুরে আলম হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী আজাদকে উপজেলার বরমী এলাকা থেকে গত ১৭ অক্টোবর রোজ সোমবার দিবাগত রাত্রি একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক করেছে রেব-১ এর সদস্যরা। রেব ১ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ মহিউল ইসলাম সাংবাদিকদের জানান, গাজীপুরের উপজেলার শ্রীপুরে বরমী এলাকায় এসএম আজাদের বাড়ীতে অবৈধ অস্ত্র বেচাকেনা চলছে, এমন খবরের ভিতিতে ঐদিন দিবাগত রাত্রি পৌণে তিনটার দিকে ঐ বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় আজাদকে আটক করা হয় এবং আজাদের শয়নকক্ষ থেকে একটি বিদেশী সচল পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্বার করা হয়। রেব স্থানীয় সাংবাদিকদের আরো জানায়, এসএম আজাদ গাজীপুর জেলার একজন অস্ত্রধারী চিহিত সন্ত্রাসী। সন্ত্রাসী কার্যকর্ম পরিচালনা ও অস্ত্র বেচাকেনর জন্যই সে ( আজাদ) নিজ হেফাজতে অস্ত্র রেখেছে বলে রেবের দাবি। এসএম আজাদ বরমীর চাঞ্চল্যকর আলম হত্যা মামলার এজাহার নামীয় পলাতক একজন আসামী। তার বিরোধে শ্রীপুর মডেল থানা ও গাজীপুরের কাপাসিয়া থানায় অসংখ্য অভিযোগ রয়েছে বলে সাংবাদিকদের জানায় রেব। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।