নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে নতুন কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। ২৬ অক্টোবর বুধবার বিদায়ী সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু নবনির্বাচিত সভাপতি মারুফ জামান কোয়েলের কাছে চেম্বারের দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান ও উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক তানভীর হোসেন উপস্থিত ছিলেন।