| |
| মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ প্রহারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
|
সঞ্জীব কুমার রায়, নাজিরপুর থেকে:
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দির্ঘা ইউনিয়নের লেবুজিলবুনিয়া গ্রামে গত ২২ অক্টোবর স্থানীয় ইউপি সদস্য মোঃ সাইফুল ও স্থানীয় চৌকিদার মোজাম্মেল টাকা চুরির অভিযোগে লেবুজিলবুনিয়া ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহাবুবুর রহমান শুকুর (১৩) কে ধরে পার্শবর্তী মান্নানের বাড়িতে বসে বেদম লাঠিপেটা করে জখম করেছে। প্রতিবাদে গত ২৫ অক্টোবর মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে ইউপি সদস্যের বিচারের দাবি করেছে। জানা গেছে টাকার মালিক অবসরপ্রাপ্ত পুলিশ কনেষ্টবল মোঃ আলাউল হকের ঘরের জানালা দিয়া দিন দুপুরে স্থানীয় মহিব্বুল্লার ভাগ্নে ইমন (৮) ১৮০০০/- (আঠারো হাজার) টাকার একটি বান্ডিল চুরি করে এনে ঐ দিন আসরের সময় স্থানীয় একটি দোকানে খাবার কিনতে গেলে স্থানীয় দোকানদার টাকা দেখে সন্দেহ করলে ইমন ঘটনাস্থল থেকে পালিয়ে মাহাবুবুর রহমান শুকুরের নিকট টাকা রাখে। ইমনকে ধরার পর ইমন শুকুরের টাকা বলে জানাইলে ইউপি সদস্য ও চৌকিদার ইমনকে আড়ালে রেখে মাহাবুবুর রহমান শুকুরকে ধরে বেদম প্রহর করে বলে অভিযোগে প্রকাশ। শুকুরকে অসুস্থ অবস্থায় নাজিরপুর স্বাস্থ্য কম্পেøক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মাদ্রাসার প্রিন্সিপাল হাসান মর্তুজা ও প্রভাষক মনির এ প্রতিনিধিকে জানান মাদ্রাসার শিক্ষার্থী শুকুরকে অন্যায়ভাবে পিটিয়েছে ইউপি সদস্য ও চৌকিদার চোরকে আড়াল রাখে। এ ব্যাপারে এলাকায় তিব্র চাপা ক্ষোভ বিরাজ করছে।
|
| |
|
|
|