লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলসহ ৮
ইউপি নির্বাচন সম্পন্ন
সবুজ আলী আপন, লালমনিরহাট থেকে:
গত ৩১ অক্টোবর লালমনিরহাট জেলার ৩টি উপজেলার বিলুপ্ত ছিটমহল সহ ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারী ফলাফলে চেয়ারম্যান পদে আলী‘গ সমর্থিত ৬ জন, বিএপি সমর্থিত ১ জন ও আলী‘গ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ১ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বিএনপি প্রার্থী ইদ্রিস আলী, হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আলী‘গ প্রার্থী আবুল কাশেম সাবু, পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নে আলী‘গ প্রার্থী আব্দুল ওহাব প্রধান, জগতবেড় ইউনিয়নে আলী‘গ প্রার্থী নবিবর রহমান, কুচলিবাড়ী ইউনিয়নে আলী‘গ প্রার্থী হামিদুল হক, জোংড়া ইউনিয়নে আলী‘গ প্রার্থী আশরাফ আলী, শ্রীরামপুর ইউনিয়নে আলী‘গ প্রার্থী আবুল হাসেম এবং বুড়িমারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ নেয়াজ নিশাত।