জাকারিয়া শেখ, কোটালীপাড়া (গোপালগঞ্জ) থেকেঃ
মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও হেমায়েত বাহিনীর প্রতিষ্ঠাতা হেমায়েত উদ্দিন বীরবিক্রম (৭৮) হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২২ অক্টোবর শনিবার সকাল ৬ টা ২০ মিনিটে রাজধানীর মীরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই স্ত্রী, এগারো ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ২৪ অক্টোবর সোমবার সকাল ১০ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক এফবিসিআই’র সভাপতি আলহাজ্ব কাজী আকরাম উদ্দিন আহম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভিসি আ স ম আরেফিন সিদ্দিক, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ কমিটির সভাপতি মোল্যা আবু কাওসার। পরে হেলিকপ্টর যোগে তাঁর লাশ গ্রামের বাড়ী টুপুরিয়ায় নিয়ে আসা হয়। ওই দিন বিকালে আছরবাদ মরহুমের দ্বিতীয় জানাযা শেষে নিজ নামে প্রতিষ্ঠিত “হেমায়েত উদ্দিন বীরবিক্রম স্মৃতি যাদুঘর” এর সামনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে মরহুমের কফিনে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ক্যাপ্টেন বায়েজিদ এর নেতৃত্বে অনার গার্ড প্রদান করেন সেনাবাহিনীর চৌকশ দল। পুলিশ ও আলাদা ভাবে অনার গার্ড প্রদান করেন। তাঁর কফিনে জেলা প্রশাসক, জেলা মুক্তিযোদ্ধা, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, আ’মী সেচ্ছাসেকলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানান।