|
সাহায্যের আবেদন কনুই ঘেষে বললেন ভাল আছি! |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
নীলফামারী প্রতিনিধি:
সালাম দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন। হাতের দুই কনুই দিয়ে ঠেলে বিছানার পাশে এসে বললেন ভাল আছি। তিনি আর কেউ নন বাংলাদেশ টেলিভিশনের নীলফামারীস্থ প্রতিনিধি নূরুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছেন। স্ট্রোক করে দিনরাত বিছানায় শুয়ে পায়খানা-প্রশ্রাব করছেন। নামাজ পড়েন আর টেলিভিশন দেখে, রবীন্দ্র সংগীত শুনে সময় কাটান। তার চিকিৎসা কার্যক্রম বর্তমানে স্থবির হয়ে পড়েছে। তবে তার চিকিৎসার জন্য কিছু সংখ্যক লোক অর্থ দিলেও তা ইতিমধ্যে শেষ হয়েছে। দীর্ঘদিন সাংবাদিকতা করার পর তার পাশে সহানুভুতি দেখানোর মতো কেউ যেন নেই। তিনি ভাবছেন দুনিয়াতে বেঁচে থাকার দরকার কি। শুধু প্রকৃতির উপর নির্ভর করে তিনি এখন কালাতিপাত করেছেন। সাংবাদিকতা করতে যেয়ে তিনি অনেক প্রশংসিত হয়েছেন, সুনাম অর্জন করেছেন অনেক। কিন্তু কোন সহৃয়ব্যক্তি এমন কি নিজের যে সহকর্মী তাদের ও কোন সহানুভুতি পাওয়া যায়নি। ভেবেছিলেন অনেক কিছু, সিনিয়র সাংবাদিক হিসাবে মনে করেছিলেন দূর্দিনে তার শারীরিক অসহায়ত্বের পাশে দাঁিড়য়ে অনেকে হয়তো সহমর্মিতা দেখাবেন। কিন্তু সে আশা ছিল পুরোটাই গুড়েবালি। দুনিয়াতে বেঁচে থাকলে মানুষের যে কোন মুহুর্তে বিপদ-আপদ সহ নানা রকম সমস্যা হতেই পারে। কিন্তু অনেকে তা মনে করেন না বলে তিনি দু:খ করে কথা প্রসঙ্গে বললেন, সারাদিন রাত সময় কাটে না বলে অস্থির হয়ে থাকেন সারাক্ষণ। কবে নাগাত সুস্থ্য হবেন এই চিন্তায় তার খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। কেউ তার পাশে গেলে তাকে তিনি আদর করেন এবং আর্শিবাদ দেন। তাকে সহযোগিতা করার বিকাশ নম্বর-০১৯১৬৫০০৬৪৫
|
|
|
|
|