বাবলু রহমান, (তালা)সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া গ্রামের বিল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলার বালিয়া গ্রামের টিআরএম খাল এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, বালিয়া গ্রামের টি আর এম এলাকায় বিলের মধ্যে এক নারীর গলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা এ ঘটনার তদন্ত নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই নারীর লাশটি খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকা থেকে ভাসতে ভাসতে তালা উপজেলার বালিয়া গ্রামের বিলের মধ্যে এসেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ওই নারী ২/৩ দিন আগে পানিতে পড়ে মারা গেছেন। তিনি আরো জানান, তার গলিত লাশটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে, তিনি কি কারনে মারা গেছেন।