মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী থেকে :
পঞ্চগড়ের আটোয়ারীতে উত্তর সাতখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া বেগমের বিরুদ্ধে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতার একগুচ্ছ লিখিত অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, তিনি বিদ্যালয়ের সরকারি জমিতে ৯টি দোকান ঘর নির্মাণ করে প্রায় ২০ বছর ধরে ভাড়া আদায় করে ভাড়া ও জামানতের প্রায় তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি। ২৭ মে ১৯৯০খ্রি: সালে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করে অদ্যাবধি তিনি ২৬ বছর ধরে একই বিদ্যালয়ে কর্মরত থাকায় নানা অনিয়ম ও দুর্ণীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। দপ্তরি নিয়োগের নামেও এলাকার কয়েকজন অসহায় যুবককে চাকুরী দেয়ার নামে ক্ষতিগ্রস্থ করেছেন তিনি। বিদ্যালয়ে আগমন- প্রস্থানের ব্যাপারে গুরুত্ব না দেয়ায় জাতীয় সঙ্গীত সমাবেশ থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশু কিশোররা। নিজের বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও কোন জাতীয় দিবসে তাকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগটি পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত প্রধান শিক্ষিকা সুর্ইায়া বেগমের সাথে যোগাযোগ করলে তিনি মতামত দিতে অপারগতা প্রকাশ করেছেন।