ফিরোজ আলম পরশ, রামগতি(লক্ষীপুর)প্রতিনিধি : রামগতিতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলাম রামগতি উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মংঙ্গলবার বিকেল চার ঘটিকায় আলেকজান্ডার কামিল মাদ্রাসা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম এর সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা এ,আর হাফিজ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর আলিম মাদ্রাসার ভাইস প্রিন্চিপাল মাওলানা হুমায়ুন কবির। লক্ষীপুর জেলা জামায়াতের সুরাহ সদস্য এ্যডভোকেট মো: শাহাদাত হোসেন,নোয়াখালী বার ট্যাক্সেস এর সদস্য এ্যডভোকেট আতিকুর রহমান,
রামগতি পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল খায়ের প্রমুখ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মো: আলগীর হোসেন, যুগ্ম আহবায়ক আজাদ উদ্দিন( ডলার) যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ আপেল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে.এস.ডির সভাপতি গিয়াসউদ্দিন জে.এস.ডির উপজেলা সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, সহ উপজেলা জামায়াতে,বি এন পি ও জে.এস.ডির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় নেতা কর্মীরা বলেন জুলাই আন্দোলনে পেচিস দের বিতাড়িত করেছে এদেশের আপামর জনগণ ও ছাএজনতা আমরা আর এদেশে অস্থিতিশীল পরিবেশ চাই না। আমরা নতুন করে কোন কাদা ছোড়াছুড়ি চাই না। সমঝতার মধ্যে সকল সমস্যা সমাধান করতে হবে।
পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এসময় বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ও স্হানীয় গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।