শনিবার, মে ৪, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বান্দরবানে রাজার মাঠে মঞ্চ তৈরি বন্ধে জেলা প্রশাসককে রাজার চিঠি;   * কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভূমিকা" শীর্ষক গোল টেবিল বৈঠক   * কুড়িগ্রামে তিস্তাপাড়ের মানুষের ভাঙন দুঃস্বপ্নে কাটছে দিন   * কক্সবাজারের টেকনাফে অপহরণের ৮ ঘণ্টা পর আ.লীগ নেতাসহ ৩ জন উদ্ধার   * কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে মারা গেলেন আরেক শ্রমিক   * ২৪ ক্যান বিয়ারসহ যুবলীগ সভাপতি আটক;   * ১৪মে থেকে হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে শুরু   * দুই ঘন্টা পর গাজীপুরে ট্রেন চলাচল শুরু   * উপজেলা চেয়ারম্যানের লোকজনকে লক্ষ্য করে সা্বেক সাংসদ বদির গুলি;   * কুড়িগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শুরু  

   সারাদেশ
উৎপাদনে ফেরার ১৫ দিন পর আবারও চাঁদপুর বিদ্যুৎকেন্দ্র বন্ধ
  Date : 22-04-2024
উৎপাদনে ফেরার ১৫ দিন পর আবারও চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়েছে। শনিবার দুপুরে শহরের নিউ ট্রাক রোড গুনরাজদী এলাকায় বিদ্যুৎকেন্দ্রে গিয়ে উৎপাদন বন্ধ দেখা যায়। তবে কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা বিভিন্ন অংশে কাজ করছেন। দীর্ঘ ১৪ মাস বন্ধ থাকার পর চলতি বছরের মার্চের ১০ তারিখে চাঁদপুরের বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসে। এরপর এপ্রিলের ৫ তারিখে জেনারেটর বেয়ারিংয়ে ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডে আবার বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ওই বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রাজু  বিভিন্ন গণমাধ্যমকে বলেন, “২১ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে প্রকৌশলীরা আসবে। চলতি মাসের শেষ পর্যন্ত শিডিউল মেরামত কাজ চলবে।” আগামী ১ মে থেকে পুনরায় বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাবে বলে আশা করছেন তিনি। বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুরি  সাংবাদিকদের বলেন, “বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১০ মার্চ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাস টারবাইন ইউনিট চালু করা হয়।
 “মাত্র ২৫ দিন বিদ্যুৎ উৎপাদন শেষে ৫ এপ্রিল এই ইউনিটের একটি জেনারেটরের বেয়ারিংয়ে ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।” তিনি বলেন, এ সময় দায়িত্বরত প্রকৌশলী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ইউনিটটি শাট ডাউন করে দেন। এরপর থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ উৎপাদন। তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। তবে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা রিপেয়ারিং কাজ শুরু হলে বলা যাবে বলে জানান এই প্রকৌশলী। অভিজিৎ কুরি বলেন, এর আগে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে ২০২২ সালের ডিসেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ করা হয় এই বিদ্যুৎকেন্দ্রটি। সব কাজ শেষ করে ২০২৩ সালের মার্চ মাসে বিদ্যুৎকেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিটটি চালু করতে গেলে ধরা পড়ে গ্যাস বুস্টার যন্ত্র অকেজো। রিজার্ভে থাকা গ্যাস বুস্টার যন্ত্রটি আগে থেকে অকেজো থাকায় বন্ধ হয়ে যায় পুরো বিদ্যুৎকেন্দ্রটি। পরবর্তীকালে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গ্যাস বুস্টার ক্রয়সহ যুক্তরাষ্ট্র থেকে আনা হয় প্রয়োজনীয় যন্ত্রপাতি।” চীন, ইন্দোনেশিয়ান এক্সপার্ট টিম ও বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীদের যৌথ চেষ্টায় নতুন গ্যাস বুস্টার ইনস্টলেশনের কাজ সম্পন্ন করা হয় বলে জানান বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুরি। ২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১২ সালের মার্চ মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি। চীনা কোম্পানি চেংদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে।
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম। 


  
  সর্বশেষ
বান্দরবানে রাজার মাঠে মঞ্চ তৈরি বন্ধে জেলা প্রশাসককে রাজার চিঠি;
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভূমিকা" শীর্ষক গোল টেবিল বৈঠক
কুড়িগ্রামে তিস্তাপাড়ের মানুষের ভাঙন দুঃস্বপ্নে কাটছে দিন
কক্সবাজারের টেকনাফে অপহরণের ৮ ঘণ্টা পর আ.লীগ নেতাসহ ৩ জন উদ্ধার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308