শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বান্দরবানে দেশীয় অস্ত্রসহ ১ যুবক আটক;   * কুড়িগ্রামে ২০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার   * চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক   * আন্দোলন থেকে সরে দাঁড়াল চুয়েট শিক্ষার্থীরা   * ব্যাংক পরিচালক পরিচয়ে টাকা হাতিয়ে নেয়া সেই প্রতারক গ্রেপ্তার;   * প্রেম করে বিয়ে,ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার   * অসহায়দের জন্য কুড়িগ্রামে ৮ টাকায় শাড়ি-লুঙ্গির হাট   * অজ্ঞাত দুই যুবক লুটে নিলো কুড়িগ্রামের বৃদ্ধের শেষ সম্বল   * ফেনী জেলায় ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য কে গ্রেপ্তার করেছে র‍্যাব   * বিশ্বব্যাপী মানবাধিকারকে অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ;  

   সারাদেশ
ফেনীর ঈদ বাজারে ব্র্যান্ডের শো-রুম চাঙ্গা, সাধারণ দোকানে মন্দা;
  Date : 28-03-2024
 
ঈদুল ফিতরের বাকি আর সপ্তাহ দুয়েক। এর মধ্যেই ফেনীতে পুরোদমে জমে উঠেছে ঈদকেন্দ্রিক বিকিকিনি। শহরের অভিজাত বিপণি বিতান থেকে শুরু করে ফুটপাত, সবখানে বেড়েছে ব্যস্ততা। ব্র্যান্ড প্রতিষ্ঠানের শো-রুমগুলোতে ব্যবসা চাঙ্গা হলেও কিছুটা মন্দা সাধারণ দোকানে। দর্জি পাড়ায়ও নেই আগের মত ব্যস্ততা। পোশাক, প্রসাধনী ও জুতা—সব মিলিয়ে চলতি ঈদ মৌসুমে এ মফস্বল শহরে হাজার কোটি টাকা বিক্রির আশা ব্যবসায়ীদের। ঈদের আগে গত এক মাসের ব্যবধানে ফেনী শহরে উদ্বোধন হয়েছে ১০টির বেশি অভিজাত পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানের শো-রুম। এর আগে থেকেই ছিল আরও বেশ কিছু। এক ছাদের নিচে অনেক পণ্য পেয়ে এসব শোরুমে ভিড় বেড়েছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, অন্য জেলা থেকে এ জেলায় বিক্রিও বেশি।
জেন্টেল পার্কের ব্যবস্থাপক তাদের বিক্রির সঠিক হিসাব না জানালেও বলেন, আশপাশের জেলাগুলোর চাইতে ফেনীতে তাদের বিক্রি বেশি। চলতি ঈদ মৌসুমে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন।  আরেকটি ব্র্যান্ড প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জানান, সব শ্রেণির ক্রেতার কথা চিন্তা করে তারা পণ্য তৈরি করছেন। যার কারণে মানুষ তাদের শো-রুমে আসছে।  ক্রেতারা জানান, দামে বেশি হলেও মানের কথা চিন্তা করে তারা শো-রুমগুলোতে ঈদের পোশাক কিনতে আসছেন। কিছু ক্রেতা অভিযোগ করেন, কতিপয় শো-রুমের পণ্যে চাকচিক্য থাকলেও মানে খারাপ। জাঁকালো উপস্থাপনের মাধ্যমে ক্রেতাদের পকেট হাতিয়ে নিচ্ছে তারা।  শহরের আড়ং, সেইলর, রিচ ম্যান, টেক্স পয়েন্ট, লুবনানসহ অন্যসকল ব্র্যান্ড শপগুলোতেও দেখা গেছে ক্রেতাদের ভিড়।  একের পর এক নতুন শো-রুম আসায় কিছুটা বিপাকে পড়েছেন শহরের সাধারণ দোকানিরা। বৃহৎ পুঁজির সঙ্গে খাপ খাওয়াতে না পেরে লোকসানের আশঙ্কাও করছেন স্থানীয় সাধারণ ব্যবসায়ীরা।   স্থানীয় একজন৷ প্রতিবেদককে জানান, যেভাবে বৃহৎ বিনিয়োগে শো-রুম ও ফ্র্যাঞ্চাইজিগুলো শহরে আসছে, এতে নিশ্চিত ক্ষতির মুখে পড়বে সাধারণ ছোট বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো।  আর এক ব্যবসায়ী বলেন, ব্যবসা একটা কাঠামোর মধ্যে ‍নিয়ে আসা দরকার। যেভাবে চলছে, এভাবে চললে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন।  এদিকে দর্জিপাড়ায় নেই আগের মত ব্যস্ততা। কমেছে কারিগরের সংখ্যাও। প্রস্তুত পোশাক পণ্য ও শো-রুমের প্রসার এক্ষেত্রে জায়গা নিচ্ছে বলে মনে করছেন এ পেশার মানুষরা।   এক দর্জি  গণমাধ্যম কে বলেন, আগে যেখানে ১০ জন কারিগর কাজ করতো এখন সেখানে ৩/৪ জন কাজ করে। সেলাই পোশাকে মানুষের আগ্রহ দিনকে দিন কমছে।  ব্যবসায়ী নেতারা বলছেন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সব পক্ষ তৎপর রয়েছে। পরিবেশ ভালো থাকায় নির্বিঘ্নে বিকিকিনি করছে মানুষ।  ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী  সাংবাদিকদের বলেন, স্থানীয় সংসদ সদস্য, মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ সুপার—সবার সমন্বয়ে ঈদ বাজার নিরাপদ ও আরামদায়ক করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।  চলতি ঈদ মৌসুমে এক হাজার কোটি টাকা বিকিকিনির আশা করছেন এই ব্যবসায়ী নেতা।  
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম। 


  
  সর্বশেষ
বান্দরবানে দেশীয় অস্ত্রসহ ১ যুবক আটক;
কুড়িগ্রামে ২০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক
আন্দোলন থেকে সরে দাঁড়াল চুয়েট শিক্ষার্থীরা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308