ঠাকুরগাঁওয়ে হরিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২নং আমগাঁও ইউপির নন্দগাঁও (গোনাগাছি) গ্রামে বসতবাড়ীর আঙ্গিনা থেকে ৪৫ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ মোঃ হাবিবুর রহমান হাবিব (৩৭)কে হাতেনাতে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ।
হাবিবুর রহমান হাবিব হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউপির নন্দগাঁও (গোনাগাছি) গ্রামের মৃত আসের উদ্দীনের ছেল।
রবিবার ০৩ ডিসেম্বর রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউপির নন্দগাঁও (গোনাগাছি) গ্রামে বসতবাড়ী থেকে তাকে হরিপুর থানার এস আই খাজিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।
হরিপুর থানা পুলিশের এসআই খাজিম উদ্দীন যানায়, হাবিব অবৈধভাবে ৪৫ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট তার নিজের বাসায় সংরক্ষণ করেছিলেন বিক্রির উদ্দেশ্যে। খবর পেয়ে হরিপুর থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল তদন্ত করেন ও আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ এবি এম ফিরোজ ওয়াহিদ জানান, হাবিবুর রহমান হাবিবের নামে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা রুজু হয়েছ আসামিকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোঃ আকতারুল ইসলাম আকতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ