শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ১শ ২০ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।রোববার (১৯ নভেম্বর) দুপুরে মাওনা ফ্লাইওভারের নিচ থেকে দুজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কেওয়া পশ্চিম খন্ড (মইষ্ঠাপাড়া) এলাকার মৃত পলু শেখের ছেলে হাসিবুল শেখ (২২), একই এলাকার বিদ্যু চন্দ্র সাহার ছেলে প্রদীপ শাহা (২১)। এ সময় তাদের নিকট থেকে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ১শ ২০ বোতল মদ উদ্ধার করা হয়। যাহার মূল্য অনুমান ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন জানান, আসামীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।