বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
জোয়ারের পানিতে অসহায় সাধারণ মানুষ - পাশে নেই এম,পি মন্নান
  Date : 22-08-2020

রামগতি সংবাদদাতাঃ- লক্ষীপুর ৪ রামগতি- কমলনগর আসনের সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অবঃ)আব্দুল মান্নানের অনুপস্থিতি ও দলিয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ না থাকা নিয়ে মিস্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রায়একবছর ধরে তাকে নির্বাচনী এলাকায় না পেয়ে দলিয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক হতাশা লক্ষ্য করা গেছে।

নেতাকর্মীদের দাবী একজন এমপি ঐ এলাকার সবার অভিবাবক। করোনা ভাইরাসের মত মহামারিতে এ এমপিকে না পেয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠে। নির্বাচিত হওয়ার পর তিন চার মাস পর পর দুই উপজেলার কর্মকর্তাদের নিয়ে মাসিক সমন্নয় সভায় অংশ গ্রহন করলেও দলিয় কোন কর্মকাণ্ডে অংশ গ্রহন করেনি তিনি।

এমপি হওয়ার পর এলাকায় তাঁকে দেখেছে এমন লোক খুবই কম। অসুস্হ্য নেতাকর্মীদের খোঁজখবর না নেওয়া,বিয়ে স্বাধী ও আচার অনুষ্ঠানে না যাওয়া, দলিয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও তাদের খোঁজ-খবর না নেওয়া,নানা কাজে এমপির ডিও লেটার না দেওয়া ও ঢাকায় গিয়েও তার সাথে সাক্ষাত না পাওয়া নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেন তারা।

সাংসদের আগমন না থাকায় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নানা সমালোনা করে বেড়ান।মেজর মান্নান এমপি হওয়ার পর রামগতিতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াহিদ ও কমলনগরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন মাষ্টার কে তার প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। কিন্ত এ দুই নেতা জনবিচ্ছিন্ন ও জনসমর্থনহীন নেতা বলে দাবী করেন তৃনমূল আওয়ামীলীগের নেতারা।

তাদের দাবি আব্দুল ওয়াহিদ ও নুরুল আমিন মাষ্টার এমপির প্রতিনিধি হয়ে তারা তাদের আখের গোছাতে ব্যস্ত। নেতাকর্মীদের কোন খবর নেয়না।নামে- বেনামে টিআর কাবিখার প্রকল্প নিয়ে নিজেদের পকেট ভারী করেন বলে অনেকেই দাবী করেন।

বিকল্পধারার সূত্রে জানা গেছে, মেজর মান্নান একজন দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মন্রী। খুবই ব্যস্ত মানুষ।এলাকায় না আসলেও তিনি সবসময় এলাকার খোঁজখবর রাখেন।

এ আসনে ২০১৮ সালের ৩০ সে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান নৌকার টিকেট নিয়ে এমপি হন।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলিয় জোট থেকে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব ধানের শীষ প্রতিক নিয়ে পরাজিত হন।

মুলত আওয়ামী লীগ থেকে এ আসনে সাবেক এমপি আব্দুল্লাহ আল মামুনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে দলীয় সিদ্ধান্তে তিনি মনোনয়ন প্রত্যাহার করলে মেজর আব্দুল মান্নান নৌকা প্রতিক নিয়ে এমপি হন।

রামগতির চরপোড়াগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম বলেম বর্তমান এমপি প্রায় এক বছর ধরে এলাকায় আসেনা।করোনা ভাইরাস, নদী ভাংগন ও জোয়ারের পানিতে গোটা রামগতি- কমলনগর ঠুবে গেলো,কিন্তু তার কোন খবর নেই।ফেসবুকে সাধারন মানুষ তার পদত্যাগ সহ নানা সমালোচনা করে যাচ্ছে।

চরকাদিরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বাংগালী বলেন,এমপিকে আমরা দেখিনা।রামগতি-কমলনগরের নানা প্রাকৃতিক দুর্যোগে তাকে আমরা পায়নি। তিনি রামগতি- কমলনগরে এলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে কোন বৈঠক ও যোগাযোগ করেনা।

শুনলাম এক নেতাকে প্রতিনিধি করেছে, তার কারণে আমাদের নেতা-কর্মীরা সাংসদের কাছে ভিড়তে পারেনা এমন অভিযোগ করেন সাহেবের হাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান,মনির হোসেন ও হাজিরহাটের জসিম উদ্দীন।

উপজেলার চরফলকন,চরকালকিনি,সাহেবেরহাট ও হাজিরহাট ইউনিয়নের কয়েকজন নেতা বলেন, মেজর মান্নানকে কখনো এলাকায় দেখা যায়না, রামগতি- কমলনগরে মেঘনার ভাংগনে উপকুলের মানুষ গুলু দিশেহারা।

আবার জোয়ারের পানিতে লক্ষাধিক মানুষ পানি বন্দ্বি হয়ে আছে, অথচ এমপি সাহেব রাজধানীতে এসি রুমে বসে আছেন।এমন প্রতিক্রিয়া ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের।

জানতে চাইলে সংসদ সদস্য মেজর আব্দুল মান্নানের মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এই সব অভিযোগের বিষয়ে জানতে মেজর মান্নানের প্রতিনিধি আব্দুল ওয়াহিদ ও নুরুল আমিন মাষ্টারের মুঠোফোন একাধিকবার চেষ্টা করে তাদেরকে ও পাওয়া যায়নি।



  
     সারাদেশ
মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফাঁসি, সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের কারাদণ্ড আদেশ প্রদান
বিবাহ বার্ষিকীর দিনেই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুর দণ্ডাদেশ পেলেন সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসি
ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদল পক্ষ থেকে আলোচনা সভা আয়োজন করা হয়।
পেশাজীবি ও জাতীয় - অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র`র দায়ের করা মামলার এজহারনামীয় আসামি সহ সংগীয় অপরাধী স্যার চক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়ে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।
প্রশাসনের পরিচয়ে স্যার নামীয় চক্রের বিভিন্ন তথ্য অপপ্রচার এবং বিভিন্ন ষড়যন্ত্র করে পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা মামলা প্রত্যাহার সহ চাঁদার টাকা দাবি করে আসছে,উক্ত অপরাধে অভিজুক্ত চক্রদের দ্রুত গ্রেপ্তার সুনিশ্চিত করে প্রতিকার চেয়ে নিরাপত্তা কল্পে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
চিতলমারীতে শিশুর ভাসমান লাশ উদ্ধার
  সর্বশেষ
মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফাঁসি, সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের কারাদণ্ড আদেশ প্রদান
বিবাহ বার্ষিকীর দিনেই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুর দণ্ডাদেশ পেলেন সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসি
ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদল পক্ষ থেকে আলোচনা সভা আয়োজন করা হয়।
পেশাজীবি ও জাতীয় - অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র`র দায়ের করা মামলার এজহারনামীয় আসামি সহ সংগীয় অপরাধী স্যার চক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়ে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308