মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধুলা
বাংলাদেশ অধিনায়ককে ভারতের তিন ফুটবলার ভাবাচ্ছেন
  Date : 12-10-2019

ক্রিয়া প্রতিবেদক: গত বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কাতারের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশ দল। ম্যাচের ফল বলছে কাতার জিতেছে ২-০ গোলে। কিন্তু স্কোরলাইন দেখে বোঝার সাধ্য নেই ম্যাচে কতটা ভালো খেলেছে জেমি ডে’র শিষ্যরা।

এ ম্যাচের অনুপ্রেরণা কাজে লাগিয়ে এবার ভারতের বিপক্ষে নামার অপেক্ষায় জামাল ভূঁইয়ারা। আগামী মঙ্গলবার কলকাতার ঐতিহ্যবাহী বিদ্যাভারতী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

 

র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। এছাড়া যে কাতারের কাছে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ, তাদের বিপক্ষেই আবার গোলশূন্য ড্র করেছে ভারত। ফলে মনস্তাত্ত্বিক দিক থেকে মঙ্গলবারের ম্যাচে এগিয়ে থাকবে স্বাগতিকরাই।

তবে এসব নিয়ে ভাবতে রাজি নন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে স্বাগতিক দল হওয়ায় ভারতই বেশি চাপে থাকবে। সে সুযোগ কাজে লাগিয়ে জয়ের তাগিদ ও তারুণ্যকেই মূল হাতিয়ার বানিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন জামাল।

ভারতের সংবাদ মাধ্যমে জামাল বলেন, ‘ঘরের মাঠে চাপটা বেশি ভারতেরই। কারণ ম্যাচটা ওদের জিততে হবে। প্রতিবেশী দেশের বিপক্ষে এই ফুটবল ম্যাচটা আমরা হারতে চাই না। ম্যাচে কড়া ট্যাকল, ধাক্কাধাক্কি হবেই। আমাদের দলে অনূর্ধ্ব-২৩ ফুটবলারের সংখ্যা বেশি। ভারতকে হারানোর জন্য মরিয়া তাগিদ ও তারুণ্যই আমাদের অস্ত্র।’

এসময় কাতারের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ চলে আসলে জামাল বলেন, ‘কাতারের বিপক্ষে সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি আমরা। আমি নিজেই দু’টো সহজ গোলের সুযোগ নষ্ট করেছি। তিনবার গোললাইন থেকে বল বিপদমুক্ত করেছে কাতার। আমাদের ভাগ্য সঙ্গে ছিল না।’

সাহস ও মানসিকতায় শক্ত অবস্থান পরিষ্কার করলেও ভারতের তিন ফুটবলারের ব্যাপারে সতর্ক থাকার কথাও জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তার মতে অধিনায়ক সুনিল ছেত্রি, উইঙ্গার উদান্ত সিং ও গোলরক্ষক গুরপ্রিত সিং সাধুর বিপক্ষে ভালো করতে পারলেই ফলাফল অনুকূলে আসতে পারে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এর আগে দু’বার ভারতের বিরুদ্ধে খেলেছি। প্রথমবার ১-১ শেষ হয়েছিল। দ্বিতীয়বার ফল হয় ২-২। ওই দু’টো ম্যাচেই গোল করেছিল সুনিল। ও আমাদের কাছে একটা বড়সড় বিপদ। ভারতের পুরো দলটার রিমোট কন্ট্রোলই সুনিলের হাতে, সঙ্গে উদান্তর গতি এবং গোলবারে গুরপ্রিত সিং সাধু! এই তিন জনের জন্যই ভারত ফেভারিট আমাদের বিরুদ্ধে।’



  
  সর্বশেষ
নাব্যতা সংকটে বছরের অধিকাংশ সময় চিলমারী-রৌমারী ফেরি সার্ভিস বন্ধ থাকছে
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে বছরে দেড় কোটি ঘনফুট টপসয়েল হুমকিতে কৃষিজমি
পশ্চিম বাংলার লোকআয়োক আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত
সাতক্ষীরার কলারোয়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308