শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * খুলনার কথা সাহিত্যিক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনি`র মৃত্যুতে জানিপপ চেয়ারম্যানের শোক   * কক্সবাজার জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা আল মারুফের যোগদান   * ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, হুঁশিয়ারি সংকেত   * মাদক কারবারে ককস বাজারের সাবেক এমপি বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি   * দিশেহারা সুগন্ধা দাশের পাশে দাঁড়াল চট্রগ্রামের জেলা প্রশাসন   * আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস ;   * আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস ;   * রশিদ মিয়া কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান ;   * কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে যে সকল প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন;   * বাংলাদেশে অনুপ্রবেশ করলো মিয়ানমারের ৯ বিজিপি সদস্য  

   সারাদেশ
সাতক্ষীরায় কয়েক কোটি টাকা নিয়ে সমিতি উধাও
  Date : 14-05-2019

রফিকুল ইসলাম, সাতক্ষীরা ঃ শত শত গ্রাহকের জমানো কয়েক কোটি টাকা নিয়ে সাতক্ষীরা থেকে উধাও হয়ে যাওয়া দারুস সালাম বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তাদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় জিডি করা হয়েছে। এ ঘটনায় গ্রাহকদের পক্ষে ভুক্তভোগী আব্দুর রহিম নামে এক ব্যক্তি গত ১৩-৮-২০১৮ তারিখে শহরে দারুস সালাম বহুমুখী সমবায় সমিতি লি. কর্মকর্তারাদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার ডায়রী নং-৭৯৪। সমিতির চেয়ারম্যান মাও. রুহল আমিন, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, আবুল হোসেন, আজিজুল হকের বিরুদ্ধে জিডি করেছেন গ্রাহকরা। এসব ব্যক্তিদের প্রলোভনে পড়ে আম-ছালা সব হারিয়ে গ্রাহকরা দিশেহারা হয়ে পথে পথে ঘুরে তাদের খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তবে একটি সূত্রে জানা যায়, গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে কর্মকর্তা মাও. রুহুল আমিন ঢাকায় বিলাসবহুল ফ্লাট ক্রয় ও তার নিজের কাশিমারী গ্রামের এলাকায় বিলাশবহুল বাড়ি করেছেন ও জমি কিনেছেন। এছাড়া তিনি বর্তমানে সেখানে একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। সদর উপজেলা ঝুটিতলার আবুল হোসেন নিজের এলাকায় জমি কিনেছেন ও বাড়ি করেছেন। আজিজুল হক মেহেদীবাগ এলাকায় নতুন বাড়ি করেছেন। তবে ক্ষমতাসীনদলের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় থেকে আবুল হোসেন এলাকায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন বলে জানায় সূত্র। অন্য কর্মকর্তারা কেউ ঢাকায় আবার নিজের এলাকায় পলাতক রয়েছেন বলে গ্রাহকরা জানান। জানা গেছে, শহরের পলাশপোল জজকোর্ট সংলগ্ন এলাকায় সরদার প্লাজা ভবনে ২০০৪ সালে গড়ে ওঠে দারুস সালাম বহুমুখী সমবায় সমিতি লি. নামে জামায়াত শিবির পরিচালিত একটি সংগঠন। সেখান থেকে জেলার বিভিন্ন উপজেলায় সংগঠনটির শাখা প্রশাখা বৃদ্ধি পায়। সমিতিতে যোগ দেয় কয়েক হাজার সদস্য। দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, শেয়ার কিস্তিতে মোটা অংকের লাভের প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় কয়েক কোটি টাকা। গ্রাহকরা জানান জামায়াত শিবির পরিচালিত সংগঠনটি গতবছর রোজা ঈদের কয়েক মাস আগে সরদার প্লাজা ভবন থেকে কর্মকর্তারা স্থান পরিবর্তন করে বর্তমান পলাশপোল বৌ বাজারস্থ এলাকায় হেনাকঞ্জু নামে বাড়িতে অফিস নেয়। পলাশপোল বৌ বাজারস্থ কার্যালয়ের সাইন বোর্ড নামিয়ে তালা ঝুলিয়ে উধাও হয়ে যায় সমিতির কর্মকর্তারা। গতবছর ৩ আগস্ট থেকে ওই অফিসের কোনো কর্মকর্তা কর্মচারীদের খোঁজ পাওয়া যায়নি। সংগঠনটির চেয়ারম্যান টাকা নিয়ে উধাও হয় আরো ১০ দিন আগে। মাও. রুহল আমিন যশোর জেলার শার্শা থানার কালিনি গ্রামের এন্তাজ আলি সরদারের ছেলে। রুহল আমিন শহরে রসুলপুর গ্রামে বসবাস করতেন। সংগঠনটির ভাইস চেয়ারম্যান ও সাবেক জামায়াত নেতা হাফেজ মাও. আবুল হোসেন। আবুল হোসেন ঝুটিতলা এলাকার বাসিন্দা। সংগঠনটির সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা মো. ওহিদুজ্জামান পুরাতন সাতক্ষীরার বজলুর রহমানের ছেলে। এছাড়া ওহিদুজ্জামান জামায়াতের সাবেক এমপি রিয়াসাত আলির আপন শ্যালক। সংগঠনটির আরএমও আজিজুল হক। সদরের হাওয়ালখালী গ্রামের ইয়াছিন সরদারের ছেলে। সংগঠনের মাও. রুহল আমিন, ওহিদুজ্জামান, আবুল হোসেন, আজিজুল হকসহ তাদের লোকজন শতশত গ্রাহকের জমানো টাকা ভাগবটোয়ারা করে পালিয়ে যায়। গ্রাহকদের জমানো টাকায় কেনা ওই সংগঠনের অফিসের মটরসাইকেল, কম্পিউটারসহ অফিসের মূল্যবান আসবাবপত্রগুলো জামায়াত নেতা ওহিদুজ্জামান, আবুল হোসেনসহ অন্যরা ভাগ করে তাদের বাড়িতে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বলে সূত্রে জানায়। গ্রাহকরা জানান, জজকোর্ট এলাকায় ভেন্ডার ব্যবসায়ী শওকতের ৯ লাখ, রহিমের ৭০ হাজার, সেলিম মুদি দোকানদারের ৮০ হাজার, সংগঠনের অফিস সহকারী শাহাদাতের ১ লাখ, আশাশুনির থানার বসুখালী গ্রামের আসমত আলির ৮০ হাজার, আসমত আলির শ্যালকের ৩ লাখ, রসুলপুর এলাকার ফরিদ হোসেনের ৭০ হাজার টাকাসহ এরকম শত শত গ্রাহকের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। তবে গ্রাহকের টাকা আত্মসাতকারী আবুল হোসেন উপর মহলের ছত্রছায়ায় থেকে শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনায় কয়েকজন গ্রাহক সাতক্ষীরা থানায় সাধারণ ডায়রী করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল ও সমিতির গ্রাহকরা।



  
  সর্বশেষ
খুলনার কথা সাহিত্যিক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনি`র মৃত্যুতে জানিপপ চেয়ারম্যানের শোক
কক্সবাজার জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা আল মারুফের যোগদান
৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, হুঁশিয়ারি সংকেত
মাদক কারবারে ককস বাজারের সাবেক এমপি বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308