এতিমদের ইফতারের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তৃপ্ত দৃশ্য’র যাত্রা শুরু
3, June, 2017, 1:55:7:AM
রাজধানীতে এতিমদের ইফতার আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন `তৃপ্ত দৃশ্য` । বৃহস্পতিবার ৫ রমযান সন্ধ্যায় মানিক নগর বিশ্বরোড এলাকায় জামিয়া মাহমুদিয়া ইহছানিয়া ম াদরাসার লিল্লাহ বোডিং ও এতিম খানায় এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে নিজেদের আয়োজনে প্রায় শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করে তরুণ-তরুণীরা । `তারুণ্যের জয়গানে মিলেছি মোরা ঐকতানে` এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে সারা দেশে ছড়িয়ে থাকা অনাথ ,অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের স্বেচ্চাসেবী ইরফানুর রহমান, রিয়াজ আহমেদ রূপক, মাইশা নাজিয়া, আল কাজিম, মেহেদী হাসান, সৈকত খান সহ সংগঠনের সকল অন্যান্য সদস্যরা।
ফ টো ফি চা র গত ২০ মে দুপুরে তেজগাঁও ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মোজাফ্ফর হোসেন পল্টু, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী খান, তানভীর কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
গত ২জুন শুক্রবার জুম্আর নামাজের পর গাজীপুরের শ্রীপুর থানার রাজেন্দ্রপুরে ধলাদিয়া সাইনবোর্ড এলাকায় হযরত ওমর ফারুক (রঃ) জামে মসজিদের ভিত্তি প্রস্থর উদ্বোধনের পর মোনাযাত করছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব এড. মোঃ রহমত আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, ভাওয়াল রাজবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, সাবেক বনবিভাগের বিট অফিসার মীর আক্তারুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গত ১৩ মে কলকাতা প্রেসক্লাবে ভ্রমন বিষয়ক কর্মে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের অন্যতম ট্যুরিজম কোম্পানী মাহিমা ট্যুরস এন্ড ট্রাভেলস-এর কর্ণধার ও মানবাধিকার খবরের সন্মানিত উপদেষ্টা মোঃ জহুরুল ইসলাম মনিরকে শিক্ষা ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ মেধা বিকাশ সন্মাননা ২০১৭ পদক প্রদান করা হয়। এ সময় কলকাতার বিশিষ্ট ব্যক্তিগন উপস্থিত ছিলেন।