বুধবার, নভেম্বর ৫, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলা প্রত্যাহার সহ জোর পূর্বক চাঁদা দাবি করে তার দায়ের করা মামলার আসামীগনসহ ও তাদের দোসর " স্যার নামীয় চক্রদের " বিভিন্ন ষরজন্ত্র করে গুম খুন হত্যার অগ্রীম আল্টিমেটাম প্রদান,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনী দৃষ্টি আকর্ষণ   * কার্তিকের মাঝামাঝি বৃষ্টিতে শীতের বার্তা, বিপাকে কুড়িগ্রামের প্রান্তিক জনপদ   * প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন বাড়ানোসহ তিন দফা দাবিতে পরীক্ষা বর্জনের হুমকি   * মানবাধিকার কমিশন অধ্যাদেশ ইতিবাচক অগ্রগতি পর্যালোচনা প্রয়োজন   * কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত   * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলা প্রত্যাহার সহ জোর পূর্বক চাঁদা দাবি করে তার দায়ের করা মামলার আসামীগনসহ ও তাদের দোসর " স্যার নামীয় চক্রদের " বিভিন্ন ষরজন্ত্র করে গুম খুন হত্যার অগ্রীম আল্টিমেটাম প্রদান,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনী দৃষ্টি আকর্ষণ   * পল্লী সঞ্চয় ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত   * সাতক্ষীরা সাইবারঅপরাধপ্রতিরোধ, আইসিটিওইনোভেশনতথ্যঅধিকারবাস্তবায়নঅবেক্ষনওপরিবীক্ষণকমিটিরসভাঅনুষ্ঠিত   * চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড   * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহারে মামলার আসামীরা ও মাস্টার মাইন্ড স্যার নামীয় চক্রের নাসকতামুলক প্রানঘাতী বিভিন্ন ষরজন্ত্র আশ্রয় নিয়ে ৯০ ( নব্বই) দিনের অগ্রীম আল্টিমেটাম কার্যকর করেই চলছে,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ  

   অধিকারের প্রতিবেদন
পুলিশের নাকের ডগায় ঝাড় ফুকের ব্যবসা ॥ প্রশাসন নিরব আজাদ রহমান
  Date : 03-06-2017

পুলিশের নাকের ডগার সামনে ঝাড় ফুকের ব্যাবসা। কিছু অসাদু লোক নিরহ মানুষকে ঠকাচেছ। অসাধু লোক ধমের লেবাস পড়ে দাবিয়ে বেড়াচ্ছে এ সমাজে। একাতারে আছে মসজিদের হুজুর লেবাসদারী পীর, হিন্দু ধমীর লোক এবং একশ্রেন্নির প্রতারক চক্র। কিছু ইল্রেকটনিক মিডিয়া ও পত্রিকা বিঙ্গাপন দিয়ে উংসাহ যোগাচ্ছে পুলিশ দেখে না দেখার ভুমিকা পালন করছে। খোদ রাজধানী থেকে আরন্ভ করে পল্লী এলাকার এর বিস্তার, মাই টিভি বিঙ্গাপন  প্রচার করে থাকে প্রতারনার দায়ে জেল খেটেছে লিটন দেওয়ান এ ছাড়া বিভিন্ন পীড় মুরছিদের ফোন নন্বার দিয়ে বিঙ্গাপন। রাজধানী নারিন্দা এলাকায় পীর সাহেবের গলি নামে একটি এলাকা পরিচিত কয়েক গজ দুরের নারিন্দা পুলিশ ফাড়ি. খোজ নিয়ে জানা যায় চান মিয়া নামের একজন পীড় এলাকায় ছিল সে বহু আগে মারা গেছে কিন্তু তার এ ব্যাবসা চালিয়ে যাচ্ছে তার স্ত্রী ছেলে ও ছেলে বউ, তারা কোন কামিলদার নয়। তাদের দরবারে আসা আলেয়া বেগম নামে এক মহিলা থেকে যানা গেল দীর্ঘ দিন সে এখানে আসতেছে তার ছেলে নিখোঁজ সে জন্য। কিন্তু দোয়া তাবিজ দিয়ে যাচেছ কোন কাজ হয়নি আরো বহু লোক তদবিরের জন্য আছে মাসের পর মাস ঘুরতেছে কোন ফল পায়নি। ১৫৪, উত্তর যাত্রাবাড়ী ইয়াসা-আতুল উলমা মাদ্রসা হাফেজ হাবিবুর রহমান নামের এক হুজুর মাদ্রাসা খোলে কিছু ছাত্র পড়ায় সে ফাঁকে সন্ধ্যায় জন প্রতি ১০০ টাকা করে নিয়ে ঝাড় ফুক করে থাকে । জানা  গেল ঝরনা নামের এক মহিলা দীর্ঘ দিন সে এখানে আসতেছে তার স্বামী নিখোঁজ সে জন্য। কিন্তু দোয়া তাবিজ দিয়ে যাচেছ কোন কাজ হয়নি আরো বহু লোক তদবিরের জন্য আছে মাসের পর মাস ঘুরতেছে কোন ফল পায়নি। যাত্রাবাড়ী থানার দুরত্ব মাত্র ২০০ গজ দুরত্ব থানা অফিসার ইনচাজ আনিসুর রহমানের সাথে কথা বলে জানা গেল এ সম্পর্কে সে কিছু জানে না। মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানার উত্তর সোনারং গ্রামের  মকিম পোদ্দারের ছেলে দেলোয়ার পোদ্দার জ্বীন ডাকে এলাকায় বলে বেড়ায় জ্বীন তাকে বাবা ডেকেছে, তাই জ্বীনকে যা বলে তাই শুনে। স্বামী স্ত্রী অমিল থাকলে মিল করে দেওয়া, মনের মানুষকে কাছে নিয়ে আসা, পরকীয়া প্রেম আসক্তি থেকে মুক্ত করা, ব্যবসা লোকসান সব ধরনের সম্যসার  ২৪ ঘন্টার মধ্যে সমাধান, ঘটনার সত্যতা যাচাই করার জন্য বিউটি বেগম এক মহিলার সাথে আলাপ করে জানা গেল ৭ মাস হয়েছে দেলোয়ার পোদ্দারকে ১৫০০০ টাকা দিয়েছে। স্বামী বিদেশ থাকে যোগাযোগ নেই । ১৫ দিনের মধ্যে জ্বীনের মাধ্যামে যোগাযোগ করিয়ে দিবে। কিন্তু ৭ মাস হয়েছে কোন কাজ হয়নি টাকাও ফেরত দেয় না আজ কাল সময় ক্ষেপন করছে। লোক লজ্জার ভয়ে কাউকে কিছু জানাতে পারেছে না, টাকা ফেরত চাইলে জ্বীনদ্বারা বড় ধরনের ক্ষতি করবে বলে ভয় দেখায় তা ছাড়া কেউ তার প্রতি কোন ক্ষোভ দেখালে সে বলে আমাকে মনে মনে বকা দিয়েছেন তাই কাজ দেরী হবে তার জ্বীন তাকে বলেছে মনে মনে গালি দেন এছাড়া তার সহযোগী হিসাবে কাজ করে জয় সে ও বিভিন্ন লোকের নিকট বিভিন্ন নাম বলে। এ সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। বিভিন্ন পত্রিকায় বাসে এবং টিভিতে প্রচার করে থাকে মনের মানুষের সাথে মিল, স্বামী স্ত্রীর অমিল, পরকীয়া প্রেম, ব্যবসা লোকসান সব ধরনের সম্যসার  ২৪ ঘন্টার মধ্যে সমাধান। টংগিবাড়ী থানার  অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের সাথে কথা বলে জানা গেল এ সম্পর্কে সে কিছু জানে না। ঢাকা শহরে প্রতি এলাকায় দোয়া তাবিজের ব্যবসা জমজমাট। এলকার কিছু বখাটে মাসুহারা নিচেছ প্রতারক চক্র থেকে। জুরাইন আলম মার্কেটের নিকট মুসা ফকির ও হারুন ফকির নামে পরিচিত দু’জন বাবা ছেলে সকাল ১০ থেকে ১ পর্যন্ত এবং বিকাল ৪ থেকে সন্ধ্য পর্যন্ত তাবিজ তদবির করে থাকে। পিছিয়ে নেই অধিকাংশ এলাকার মসজিদের ইমাম সাহেবরা। জুরাইন কমিশনার রোডের মোটকা হুজুর নামে পরিচিত তাবিজের মুল্য ৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত এবং একই এলাকায় কাছমিরি হুজুর নামে পরিচিত আর এক হুজুর তার রেট ২০০০ টাকা থেকে  ৫০০০ টাকা পর্যন্ত। দু’জনে এ ব্যবসা করে ঢাকা শহরে বাড়ী গাড়ী সব করেছে কিন্তু ঠিক রাখতে পারেনি মসজিদের ইমামতি, চাকুরি হারিয়েছে। কদমতলী থানার  ওসি ওয়াজেদ আলীর সাথে কথা বলে জানা গেল এ সম্পর্কে সে কিছু জানে না এবং জানার প্রয়োজনও মনে করে না কারন তার অনেক কাজ। ধোলাইপাড়ের বিদ্যুৎ অফিসের পাশে মসজিদের ইমাম লিয়াকত আলী মাঝে মাঝে সে তাবিজ  দিয়ে থাকে বলে জানা যায়। কেরানীগঞ্জের মডেল টাউনের কালী সাধক রাধিকা কবিরাজ সহকারী হিসেবে কাজ করে রিপন হাওলাদার ১০১ টাকা ফ্রি নিয়ে থাকে সমাস্যা শোনার জন্য তাবিজ দেওয়ার আলদা টাকা । কাজ শেষ হলে মোটা অংক নিয়ে থাকে, জানা যায় খরচের কথা বলে যে টাকা নেয় এটা তার লাভ। কাজের নামে কিছু নেই, প্রত্যেক প্রতারক বেশী ঝামেলা দেখলে রাতের অন্ধকারে পালিয়ে যায় এবং মোবাইল ফোন বন্ধ করে দেয়। বেশীর ভাগ লোক সহজ সরল বা যখন হতাশ হয়ে পড়ে তখন এ প্রতারক চক্র হাতিয়ে নেয় টাকা পয়সাসহ সর্বশ্য। এছাড়া গাজীপুরের রাজু ও রাশেদ পিছিয়ে নেই ব্যবসায়। তবে গোপনে খবর নিয়ে জানা যায় প্রত্যেক থানায় মাস শেষে চাঁদা প্রদান করে থাকে এ প্রতারক চক্র। গেন্ডারিয়া মেলবেরাক এলাকায় পুলিশ ফাড়ি থেকে ১০ গজ দুরে রাড়ী বাড়ী বা শীতল বাড়ী বলে পরিচিত এখানে চলে সকাল বিকাল ঝাড় ফুক সহ বিভিন্ন ধরনের তাবিজ বিক্রয়।



  
  সর্বশেষ
পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলা প্রত্যাহার সহ জোর পূর্বক চাঁদা দাবি করে তার দায়ের করা মামলার আসামীগনসহ ও তাদের দোসর " স্যার নামীয় চক্রদের " বিভিন্ন ষরজন্ত্র করে গুম খুন হত্যার অগ্রীম আল্টিমেটাম প্রদান,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনী দৃষ্টি আকর্ষণ
কার্তিকের মাঝামাঝি বৃষ্টিতে শীতের বার্তা, বিপাকে কুড়িগ্রামের প্রান্তিক জনপদ
মানবাধিকার কমিশন অধ্যাদেশ ইতিবাচক অগ্রগতি পর্যালোচনা প্রয়োজন
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308