শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সাতক্ষীরা সাইবারঅপরাধপ্রতিরোধ, আইসিটিওইনোভেশনতথ্যঅধিকারবাস্তবায়নঅবেক্ষনওপরিবীক্ষণকমিটিরসভাঅনুষ্ঠিত   * চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড   * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহারে মামলার আসামীরা ও মাস্টার মাইন্ড স্যার নামীয় চক্রের নাসকতামুলক প্রানঘাতী বিভিন্ন ষরজন্ত্র আশ্রয় নিয়ে ৯০ ( নব্বই) দিনের অগ্রীম আল্টিমেটাম কার্যকর করেই চলছে,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ   * জামি বিক্রিয় করা হবে হাজী মোহসিন রোড ৩ তলা দালান ও সেমি পাকা দোকানঘরসহ   * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহারে মামলার আসামীরা ও মাস্টার মাইন্ড স্যার নামীয় চক্রের নাসকতামুলক প্রানঘাতী বিভিন্ন ষরজন্ত্র আশ্রয় নিয়ে ৯০ ( নব্বই) দিনের অগ্রীম আল্টিমেটাম কার্যকর করেই চলছে,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ   * চট্টগ্রামে নতুন জেলা প্রশাসকওজেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সাইফুল ইসলামের যোগদান   * কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় কিশোর গ্যাং এর ৮ সদস্যকে গ্রেফতার করেছে RAB   * ছাত্র আন্দোলনের মামলা ‎কোন দল না করেও লিজা কেন্দ্রীয় যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক   * সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা মামলায় আসামী পক্ষের বিভিন্ন তথ্য বিভ্রান্তি সহ ‘ স্যার নামীয় গ্রুপ ‘ গুম খুনের আগাম আল্টিমেটাম; প্রশাসন কি নিবে দায়িত্ব?   * জুলাইযো*দ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা  

   আন্তর্জাতিক
জাতিসংঘের দূতকে রোহিঙ্গাদের প্রদেশে ঢুকতে বাধা
  Date : 16-01-2017

হেড অব নিউজ । মোশতাক রাইহান ।

কথিত নিরাপত্তাঝুঁকির অজুহাতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লিকে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বেশ কয়েকটি গ্রামে ঢুকতে দেয়নি মিয়ানমার কর্তৃপক্ষ। এর ফলে তিনি রোহিঙ্গাদের দুর্দশার প্রকৃত চিত্র স্বচক্ষে দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গা সম্প্রদায়ের কিছু ব্যক্তিকে জাতিসংঘের দূতের সামনে এনেছে।

 

সংবাদমাধ্যম আল-জাজিরা বলেছে, রোহিঙ্গা সম্প্রদায়ের কারা কথা বলতে পারবে জাতিসংঘের দূতের সঙ্গে মিয়ানমার কর্তৃপক্ষ তা আগেই ঠিক করে রেখেছিল বলে তারা জানতে পেরেছে।

 

এদিকে রোহিঙ্গাদের প্রতিপক্ষ রাখাইন সম্প্রদায়ের প্রভাবশালী একটি রাজনৈতিক দল জাতিসংঘ ও এর বিশেষ দূতের প্রতি অনাস্থা জানিয়ে তাঁর সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

 

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ তদন্তসহ সার্বিকভাবে দেশটির মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করতে জাতিসংঘের বিশেষ দূত গত সপ্তাহে দেশটি সফর শুরু করেন। এর আগে কাচিন প্রদেশেও তাঁকে নিরাপত্তাঝুঁকির অজুহাতে কিছু এলাকায় যেতে বাধা দেওয়া হয়। এবার রাখাইন প্রদেশে তাঁকে বাধা দেওয়া প্রসঙ্গে সিতুয়ে থেকে আল-জাজিরা সংবাদদাতা ফ্লোরেন্স লোই বলেছেন, ‘এসব ঘটনা নিঃসন্দেহে তাঁর (জাতিসংঘের বিশেষ দূত) তদন্তপ্রক্রিয়ায় প্রভাব ফেলবে। ’ তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকাগুলোতে তাঁকে প্রবেশে বাধা দেওয়ার ফলে তাঁর কাজ আরো কঠিন হয়ে উঠবে।

 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের গ্রামে ঢুকতে জাতিসংঘের বিশেষ দূতকে বাধা দিলেও মিয়ানমার কর্তৃপক্ষ তাঁকে গত অক্টোবর মাসে সন্ত্রাসী হামলার শিকার সীমান্ত চৌকির পাশাপাশি একটি কারাগার পরিদর্শনের সুযোগ দিয়েছে। গত ৯ অক্টোবর ওই হামলার পর রাখাইন প্রদেশে ব্যাপক নির্যাতন-নিপীড়নে ৮৪ থেকে ৪০০ জন রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানা যায়। এর বাইরে অন্তত ৬৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। সে সময় রোহিঙ্গাদের বসতবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। নিরাপত্তাবাহিনীর সদস্যরা রোহিঙ্গা নারীদের ধর্ষণ করে। তবে মিয়ানমার কর্তৃপক্ষ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে। রাখাইন প্রদেশ রোহিঙ্গাদের আদি নিবাস হলেও মিয়ানমার তাদের নাগরিকত্ব এবং মৌলিক সব অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে।

 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাখাইন প্রদেশে রোহিঙ্গাবিরোধী রাখাইন সম্প্রদায়ের একটি রাজনৈতিক দলের সঙ্গে গত শুক্রবার সন্ধ্যায় বৈঠক করতে চেয়েছিলেন জাতিসংঘের দূত। কিন্তু দলটি তা প্রত্যাখ্যান করেছে।

 

আরাকান ন্যাশনাল পার্টি নামে ওই দলটির যুগ্ম সম্পাদক বা সুয়ে আনাদোলু সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা তাঁর (জাতিসংঘের বিশেষ দূত) সঙ্গে বৈঠক করছি না। কারণ আমরা বিশ্বাস করি এ ইস্যুর ন্যায্য সমাধানে তাঁর ও তাঁর সংগঠনের (জাতিসংঘ) আগ্রহ নেই। ’

 

সুয়ে আনাদোলু আরো জানান, রোহিঙ্গারা নিজেদের ‘বাঙালি’ হিসেবে স্বীকার করার আগ পর্যন্ত এ বিষয়ের কোনো সুরাহা হবে না



  
  সর্বশেষ
সাতক্ষীরা সাইবারঅপরাধপ্রতিরোধ, আইসিটিওইনোভেশনতথ্যঅধিকারবাস্তবায়নঅবেক্ষনওপরিবীক্ষণকমিটিরসভাঅনুষ্ঠিত
চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড
পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহারে মামলার আসামীরা ও মাস্টার মাইন্ড স্যার নামীয় চক্রের নাসকতামুলক প্রানঘাতী বিভিন্ন ষরজন্ত্র আশ্রয় নিয়ে ৯০ ( নব্বই) দিনের অগ্রীম আল্টিমেটাম কার্যকর করেই চলছে,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ
জামি বিক্রিয় করা হবে হাজী মোহসিন রোড ৩ তলা দালান ও সেমি পাকা দোকানঘরসহ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308