শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিশ্বব্যাপী মানবাধিকারকে অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ;   * ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’   * বাল্যবিবাহের কারণে বাড়ছে মাতৃ ও শিশু মৃত্যু: জাতীয় মানবাধিকার কমিশন   * চট্টগ্রামে আব্দুল জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার শরীফ বলী;   * ঢাকা,চাঁদপুর, নোয়াখালী ও ফেনী পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ;   * গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড   * কক্সবাজারের টেকনাফে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ   * মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর   * ট্রাকচাপায় সড়কে ঝড়ল অটোরিকশা চালকের প্রাণ   * ৭নং ওয়ার্ডে এনজিও সংস্থা প্রত্যাশী এর সেমিনার অনুষ্ঠিত ;  

   রাজনীতি
সামাজিক অপরাধ শিশু নির্যাতন বেড়েই চলছে
  Date : 01-11-2016

মোঃ ইমরান হোসেন:

 

শিশুদের নিরাপত্তার জন্য রাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও এর যথাযথ পতিফলন আমাদের দৃশ্যমান হচ্ছে না। কোনভাবেই শিশুদের নিরাপত্তা দিতে পারছে না রাষ্ট্র ও অভিভাববক। ক্রমেই শিশুদের উপর নির্যাতন যেন বেড়েই চলছে। বিগত দু’দশকে নারী নির্যাতন প্রতিরোধে এবং শিশু সুরক্ষায় বাংলাদেশে আইনী কাঠামো শক্তিশালী হয়েছে; নেওয়া হয়েছে সরকারি-বেসরকারি নানা উদ্যোগ। কিন্তু সামগ্রিক বিবেচনায় ও পরিস্থিতি বিশ্লেষণে তেমন কোন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। শিশুরা বর্তমান সময়ে বিভিন্নভাবে নির্যাতিত, সহিংসতার শিকার হচ্ছে। যেমন- ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, ধর্ষণের পর হত্যা, অপহরণ করে মুক্তিপণ আদায়, হত্যা, নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার, শিশু পাচার, নবজাতক চুরি, গৃহ শ্রমিকের উপর নির্যাতন, এসিড সন্ত্রাসের শিকার, যৌন হয়রানিসহ বিভিন্নভাবে শিশুরা সহিংসতার শিকার হচ্ছে।

এমনকি ঘৃণ্য এই অপরাধের হাত থেকে মানসিক প্রতিবন্ধী শিশুরাও রেহাই পাচ্ছে না। দেশব্যাপী শিশুদের ওপর হওয়া নির্যাতনের ধরন বিশ্লেষণ করে দেখা যায়, শুধু অপরিচিত ব্যক্তি নয়, পরিচিত, নিকটাত্মীয়, প্রতিবেশীর দ্বারাও শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে।

আর যে ব্যক্তিরা শিশুদের ওপর এ ধরনের ঘৃণ্য নির্যাতন চালাচ্ছে তারাও কি ভিন্ন বয়সী কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। এদের কেউ শিশুদের জোর করে, কেউ খাওয়ার বা খেলনার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে এ অত্যাচার চালাচ্ছে। সাভারে গত ২৫ অক্টোবর ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। ২৪ অক্টোবর রাতে সাভারের আড়াপাড়া এলাকায় রতন নামে এক যুবক শিশুটিকে কৌশলে মোটরসাইকেলে করে একটি নার্সারিতে আটকে রেখে রাতভর নির্যাতন করে। পরদিন ভোরে নার্সারি থেকে গুরুতর অবস্থায় এক নারী তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিযে যান। এর আগে দিনাজপুরে ৫ বছরের এক শিশুকে প্রতিবেশী সাইফুল অমানবিক নির্যাতন করেন। নির্যাতনের শেষে শিশুটির মাথা ও গা থেঁতলে তার গায়ে সিগারেটের জ্বলন্ত ছেঁকা দেওয়া হয়। অল্প সময়ের মধ্যে রাজধানীতে পরপর আরও দুটি শিশু যৌন নির্যাতনের শিকার হয়। এদের একজন মিরপুরের ১২ বছরের এবং অন্যজন চকবাজারের ৭ বছরের মেয়েশিশু। এই শিশুদের দুজনই গৃহকর্মী। নির্যাতনের শিকার শিশুদের ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। জানা যায়, মিরপুরের শিশুটিকে সে যে বাড়িতে কাজ করত সেই ভবনের নিচতলার গাড়ি রাখার স্থানে সাগর নামে এক গাড়িচালক নির্যাতন করেন। আর চকবাজারের শিশুটিকে নির্যাতন করেন সে যে বাড়িতে কাজ করত তার গৃহকর্তা জয়নাল। পুলিশ জয়নালকে আটক করেছে। ওপরের ঘটনাগুলো ছাড়াও রাজধানীসহ সারা দেশে প্রতিনিয়তই শিশু-কিশোররা নির্যাতনের শিকার হচ্ছে। এর কিছু গণমাধ্যমে প্রকাশিত হলেও বেশির ভাগই গোপন থেকে যাচ্ছে। মনোবিজ্ঞানীরা জানান, যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুরা এক ধরনের আতঙ্ক নিয়ে বড় হয়। তাদের আত্মবিশ্বাস কম থাকে। তারা কথা বলা কমিয়ে দেয়। শারীরিকভাবেও এই শিশুরা ক্ষতিগ্রস্ত হয়। কারও গোপনাঙ্গে সংক্রামক রোগ দেখা দেয়। যোনিপথ ও পায়ুপথ ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে অনেক শিশুর অভিভাবকরা মনে করেন, এ ঘটনার ফলে কন্যাশিশুটির ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। প্রতিবেশী ও পরিচিতজনদের কাছে সামাজিকভাবেও তাদের হেয় হতে হবে এমন চিন্তা থেকে অনেকে বিষয়টি সামনে আসতে দেন না। এ ছাড়া দরিদ্রদের অনেকে আর্থিক সঙ্গতি না থাকায় মামলা আর চালাতে পারেন না। সাক্ষীর অভাবে অনেকে বিচার পান না। অন্যদিকে অপসংস্কৃতি ও প্রযুক্তির কারণে আজকাল পর্নো ছবি ও অশ্লীল চলচ্চিত্রও শিশুদের ওপর হওয়া এই ভয়াবহ নির্যাতনকে উসকে দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী মানবাধিকার খবরকে বলেন, ‘কাজের অভিজ্ঞতা থেকে দেখেছি দৌলতদিয়া পতিতালয়ে জোরপূর্বকভাবে কন্যাশিশুদের পতিতা বানানো হচ্ছে। বিশেষ করে ফরিদপুরের একটি পতিতালয়ে ১০ থেকে ১৫ বছরের মেয়েদের জোরপূর্বক পতিতা বানানো হচ্ছে। তবে এসব ক্ষেত্রে সিন্ডিকেট কাজ করছে। এলাকার স্থানীয় রাজনৈতিক নেতা, চেয়ারম্যান অর্থাৎ স্থানীয় প্রশাসন এ ব্যবসার সঙ্গে জড়িত।

বিশেষজ্ঞরা জানান, শিশুদের ওপর জোর খাটানো সহজ। এমনকি তাদের ভয় দেখিয়ে এ সম্পর্কে কাউকে না জানানোর জন্যও অপরাধীরা হুমকি দেয়। গ্রামের দরিদ্র পরিবারের শিশুরা অভাবের কারণে সচ্ছল পরিবারের গৃহকর্মীর কাজে নিযুক্ত হয়। সেখানে শিশুটির দেখাশুনার কেউ জথাকে না। এ সুযোগে সেই পরিবার বা তার আশপাশের বিকৃত রুচির কিছু মানুষ শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়। এর সঙ্গে যুক্ত হয়েছে বিচারহীনতার সংস্কৃতি। সাধারণত ধর্ষণের মামলায় সাক্ষ্য আইনের সাহায্য নিতে হয়। এ ছাড়াও বিভিন্ন তথ্য-প্রমাণের সন্নিবেশ ঘটাতে গিয়ে এসব মামলার দীর্ঘসূত্রতা দেখা যায়।

যদিও নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে, ১৮০ দিনের মধ্যে মামলা প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। দেখা যায়, বছরের পর বছর ধরে এ মামলাগুলো চলতেই থাকে। আর নির্যাতনকারী কোনোভাবে আটক হলেও মামলা তুলে নেওয়ার জন্য প্রভাবশালী মহল থেকে হুমকি বা অর্থের প্রস্তাব দেওয়া হয়। এ ভাবে কোন না কোন চাপে পড়ে অথবা আইনের নিষ্ক্রিয় আচরণে হতাশ হয়ে মামলা তুলে নেয়, যার কারনে আসামী আইনের হাত পিছলে সটকে পড়ে।

শিশু নির্যাতন ও বিক্রিত মানষিকতার কিছু মানুষের হাত থেকে শিশুদের রক্ষা করতে সরকারী আইনের যথাযথ প্রয়োগ সহ বাস্তবায়ন একান্ত জরুরী। পাশাপশি সচেতন মহল মনে করে এই অমানবিক কর্মকা-কে প্রশ্রয় না দিয়ে দুষ্কিৃতিকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারলে হয়তো শিশু নির্যাতন কিছুটা হলেও বন্ধ করা যেত।



  
  সর্বশেষ
বিশ্বব্যাপী মানবাধিকারকে অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ;
ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
বাল্যবিবাহের কারণে বাড়ছে মাতৃ ও শিশু মৃত্যু: জাতীয় মানবাধিকার কমিশন
চট্টগ্রামে আব্দুল জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার শরীফ বলী;

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308