টাকার ম্যাজিকজাল ভস্মিভূত একরামুল হক মুন্সী, চিতলমারী(বাগেরহাট): বাগেরহাটের চিতলমারী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার ১২৫০ মিটার অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দকরে পুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার(১২ আগস্ট) বেলা ১২টায়, উপজেলার বড়বাড়িয়া মধুমতি হক ক্যানেলের পাশে দলুয়াগুনি বটগাছের বিল থেকে এই অবৈধ জাল মোবাইল কোর্ট বসিয়ে উদ্ধার করেন উপজেলা প্রশাসন। উদ্ধরকৃত জাল একই দিনের বিকাল ২-৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ চত্বরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়। এব্যপারে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান সারাদেশে অবৈধ কারেন্টজাল সহ মাছের বংশ বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারক যে সকল জাল বা মাছ ধরার ফাঁদ রয়েছে সেগুলো ধ্বংশ করতে এই অভিযান।