মো: একরামুল হক মুন্সী, চিতলমারী (বাগেরহাট): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি ওতার অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় সদর উপজেলার এস.এম. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রী নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাড: ওয়াহিদুজ্জামান দিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নব নির্বাচিত আহবায়ক এফ.এম. ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু তালুকদার সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।