উত্তরের
হিমেল
হাওয়ায়
কাঁপছে
কুড়িগ্রাম।
পৌষ
মাসের
শুরুতেই
গড়ে
জেলায়
তাপমাত্রার
পারদ
১১
থেকে
১২
ডিগ্রি
সেলসিয়াসে
উঠানামা
করছে।
তীব্র
শীতের
এই
সময়ে
কুড়িগ্রাম
জেলার
সদর
উপজেলার
পৌরসভার
৭নং
ওয়ার্ডের
জলিল
বিড়ির
মোড়
এলাকার
চৌধুরীপাড়া
গ্রামের
নিয়তি
রাণী
মহন্ত
(৬২)
একমাত্র
ছেলে
সন্তানকে
নিয়ে
সরকারি
জায়গায়
পলিথিনে
ঘেরা
ভাঙা
টিনের
ঘরে
বসবাস
করছেন।
টিনের
ঘরের
চারপাশ
পলিথিন
দিয়ে
ঘেরা,
কোনোমতে
ঠান্ডা
.....