মানবাধিকার খবর প্রতিবেদন :
গত ১২ আগস্ট ২০২০ বিকেলে মানবাধিকার খবর পত্রিকার মতিঝিল অফিসে করোনাকালীন এই সংকট মুহূর্তে একটি অসহায় পরিবারের হাতে ২২ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।
উল্লেখ, গত এক বছর আগে ঢাকার উত্তরায় একদল সন্ত্রাসী উবার চালক মোঃ আরমান কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে তার প্রাইভেট গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। এরপর দুই বাচ্চাসহ আরমানের স্ত্রী রাবেয়া অসহায় হয়ে পরে, শুরু হয় তাদের মানবেতর জীবনযাপন। বৈশ্বিক করোনা ভাইরাস এর মহামারী পরিস্থিতির এই সংকট মুহূর্তে কেউ তাদের সহায়তায় এগিয়ে আসেনি। মানবিক কাজে নিয়োজিত মানবাধিকার খবর এই অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এলেন। পরিবার এর পক্ষে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার এসোসিয়েশন সেক্রেটারি বেলাল হোসেন এই আর্থিক অনুদানের চেক গ্রহণ করেন। আর্থিক অনুদানে সহায়তা করেন মানবাধিকার খবর এর সন্মানিত উপদেষ্টা রাহেলা রহমান।
করোনার এই সংকট মুহূর্তে অসহায় মানুষের মাঝে চলমান আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার এসোসিয়েশনে সদস্যবৃন্দ, মানবাধিকার খবর এর সন্মানিত উপদেষ্টা, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীগন উপস্থিত ছিলেন।
এর আগেও মাসিক মানবাধিকার খবর করোনাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। গত ৯ জুন ২০২০ প্রায় ৫ হাজার অসহায় ও দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা দিয়েছিল।