দাতা মনোয়ার ইমাম, কলকাতা : গতকাল গভীর রাতে ভারতের গুজরাটের কচ্ছ র কাছে অবস্থিত ভারত মহাসাগরে মাছ ধরতে যাওয়া ধীবর দের লঞ্চ এস ডি জল ভৈরব কে তাড়া করে অপহরণ করে পাকিস্তানের নুসরাত জাহাজের মৎস্যজীবীরা। খবর পেয়ে ভারতের কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করতে নেমে পড়ে।তারা ভারতের নৌবাহিনীর অত্যাধুনিক প্রযুক্তির পি এম এস এ র বোর্ড নিয়ে ধাওয়া করে ধরে ফেলে। এবং ভারতের সাত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। এবং পাকিস্তানের নুসরাত জাহাজ সহ সব নাবিক কে আটক করা হয়।এর আগে বহু বার পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে পাকিস্তানের মৎস্যজীবীরা মাছ ধরতে আসে। বহু বার খেদিয়ে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এই বার পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে ভারতের মৎস্যজীবীদের অপহরণ করে নিয়ে যাচ্ছিল। এবং যথারীতি খবর পেয়ে ভারতের কোস্টগার্ড সদস্যরা তাড়া করে সাত মৎস্যজীবীকে উদ্ধার করে। এবং আটক করা হয়েছে পাকিস্তানের নুসরাত জাহাজ সহ সব নাবিকদের।।