বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ (বাপেক্স) কোম্পানি সচিবালয়, জন-সংযোগ শাখা বাপেক্স ভবন, ৪ কারওয়ান বাজার বা/এ, ঢাকা-১২১৫। সূত্র নং :১১৬.৭৭.০৫/ ৫১ তারিখঃ ২৫- ০৮-২০২৫ সম্পাদক ও প্রকাশক মাসিক মানবাধিকার খবর কাওরান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (কাব্যকস ভবন) প্লট: ৩/ডি, লেভেল: ৫, তেঁজগাও ঢাকা-১২১৫। বিষয় ঃডিসপ্লে বিজ্ঞাপন প্রকাশনার কার্যাদেশ। মহোদয়, নিম্নে বর্ণিত পত্রিকা/ সাময়িকীর ১৩-০৮-২০২৫ তারিখের অনুরোধ পত্রের প্রেক্ষিতে এতদসংগে বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে সংযোজিত নমুনা অনুযায়ী একটি ডিসপ্লে বিজ্ঞাপন প্রকাশ করার জন্য অনুরোধ করা হলো : ১। প্রকাশিতব্য পত্রিকার নাম : মাসিক মানবাধিকার খবর। ২। প্রকাশনার প্রস্তাবিত তারিখ : অল্প দিনের মধ্যে। ৩। মুদ্রণ সামগ্রীর নমুনা : সংযুক্ত করা হলো। ৪। প্রকাশনার পরিমাপ : পত্রিকা/সাময়িকীর পূর্ণ পৃষ্ঠা। ৫। আর্থিক অনুমোদনের পরিমাণ : বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে সর্বোচ্চ টাঃ ৫,০০০.০০ (পাঁচ হাজার টাকা) মাত্র। ৬। বিশেষ নির্দেশনা : কোম্পানির মনোগ্রাম অবশ্যই মুদ্রিত হতে হবে। ৭। বিল পরিশোধের শর্তাবলী : (ক) নির্দেশিত ডিসপ্লে বিজ্ঞাপন প্রকাশের বিল কার্যাদেশ জারির তারিখ হতে সর্বোচ্চ ৯০ (নব্বই) দিনের মধ্যে দাখিল করতে হবে। (খ) অত্র কার্যাদেশ-এর অনুলিপি এবং সাময়িকী / পত্রিকার ৩ (তিন)টি কপিসহ ২ (দুই) কপি বিল জমা দিতে হবে। (গ) বিল অনুমোদন শেষে কোম্পানির হিসাব ও অর্থ বিভাগ হতে চেক প্রদান করা হবে। আপনার বিশ্বস্ত, স্বাক্ষরিত/- ( মোঃ মঞ্জুরুল হক ) মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব অনুলিপি : ১। মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ), বাপেক্স, ঢাকা। ২। ব্যবস্থাপক (সমন্বয়) টু ব্যবস্থাপনা পরিচালক, বাপেক্স, ঢাকা। ৩। দপ্তর কপি।
|