| |
| প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় বনখেকো ও দুর্নীতিবাজ মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মানবাধিকার খবর : প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগের মামলায় সাবেক বনসংরক্ষক ও মেঘনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিএমএম আদালত নং-১৮। আজ ২০ নভেম্বর-২০২৫ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্টেট মোঃ জুয়েল রানা বাদীর আইনজীবী আজাদ রহমান ও আবু সাইদ মোল্যার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আজ ২০ নভেম্বর ২০২৫ মামলাটিতে আসামি মোশাররফ হোসেনকে বিগত ধার্য তারিখে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন একই আদালত। আসামি আজ হাজির না- হওয়া আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাদী মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন ২০২০ সালের মার্চ মাসে আসামি মোশাররফ হোসেনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। যার নং-১৩০/২০। চলতি বছরের ৬ অক্টোবর সিআইডি ঢাকা দক্ষিণের বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান ঘটনার সত্য আছে বলে প্রতিবেদন দাখিল করে। বাদী তার আভিযোগে বলেন, গত ২০০৫ সালে ১৯ নভেম্বর আসামি মোশাররফকে ৫০ লক্ষ টাকা দিয়ে মেঘনা বিল্ডাসে ম্যানেজিং পার্টনার হিসেবে নিয়োগ পান। এ বিষয়ে তাদের মধ্যে ব্যবসায়িক চুক্তিপত্র রয়েছে। বাদীকে আসামি চুক্তিপত্র অনুযায়ী মাসিক ৫০ হাজার টাকা সম্মানি, একটি ব্যক্তিগত প্রাইভেটকার, বসবাসের জন্য একটি ফ্ল্যাট ও ব্যবসার লভ্যাংশসহ প্রায় ৫ কোটি টাকা না দিয়ে আত্মসাতের পায়তাড়া করে। পরবর্তীতে বাদী আইনের আশ্রায় নেন। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি গত মাসে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। এর আগে মামলাটি ডিবি ও পিবিআই তদন্ত করে মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছিলেন। মামলাটি তদন্ত করতে ৩টি তদন্তকারী সংস্থা প্রায় ৫ বছর সময় ক্ষেপন করে বাদীকে হয়রানী করে। বাদীকে আসামি কিছু দিন তার মাসিক সম্মানি পরিশোধ করলেও পরবর্তীতে তার সম্মানি ও লাভাংশ বন্ধ করে দেয়। দিচ্ছি-দিব বলে সময় ক্ষেপণ করে। বাদী তার পাওনা টাকা ফেরত চাইলে তাকে জীবন নাশের হুমকি দেয়। এ ব্যাপারে গত ১১-০২-২০২০ ইং তারিখে ধানমন্ডি থানায় একটা জিডি করেন যার নং- ৫৯৭। এছাড়াও আসামি মোশাররফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কলাবাগান, মতিঝিলসহ বিভিন্ন থানায় একাধিক জিডি দায়ের করেন বাদি। উল্লেখ যে ২০০৫ সালের ২৮ জুন সরকার আসামি মোশাররফ হোসেনকে বেআইনি ও অনৈতিক কর্মকান্ডে জন্য তাকে বন সংরক্ষণের পদ থেকে বাধ্যতামূলক অব্যহতি দেয়। দূনীতির দায় মোশাররফ এর বিরুদ্ধে দূদক গত মে মাসে একটি মামলা দায়ের করে যার নং-দুদক, সজেকা, ঢাকা-১ এর মামলা নং-২৭, তারিখ ২৯/০৫/২০২৫ ইং এবং তার স্ত্রী পারভীন সুলতানাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেন।
|
| |
|
|
|