মানবাধিকার খবর প্রতিবেদন:
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য, ফেয়ার বিল্ডার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি এস.এম জাহিদুর রহমান "এর সার্বিক সহযোগিতায় মহামারী করোনাকালে খুলনা দীঘলিয়া উপজেলা, সেনহাটি গ্রামের "সূর্য-দীঘল বাড়ীতে এলাকার জুট মিলস শ্রমিক, নৌকার মাঝি, ভ্যান চালক, দিন-মুজুর, নিম্ন-মধ্যবিত্ত কর্মহীন মানুষ, অসহায় ও হতদরিদ্র পরিবারগুলির মাঝে খাদ্য-সামগ্রী বিতরন করেন।