শরিফ খান জয় : রাজধানী ঢাকা, সবার কাছে যেন এক পরিচিত শহর। এই শহরে প্রায় ৩ কোটি লোকের বসবাস, কিন্তু শহরের কিছু স্থানে রয়েছে অসংখ্য ছিন্নমূল মানুষের অবস্থান, কেও কারো খবর রাখেনা। তেমনি এক ব্যস্ততম জায়গা হলো গাবতলি বাস টার্মিনাল সেখানে রয়েছে অসংখ্য ছিন্নমূল মানুষ। ঢাকা শহরে কোথাও থাকার জায়গা না পেয়ে গাবতলি বাস টার্মিনাল তাদের কাছে যেন সর্বশেষ অবস্থান। এই সব ছিন্নমূল মানুষের পাশে এসে তাদের খবরাখবর রাখা সমাজের মানবিক মানুষের একান্ত দায়িত্ব ও কর্তব্য।