| |
| চিতলমারীতে পরিকল্পিত হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মো: একরামুল হক মুন্সী, চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার কুরমনি গ্রামের মৃত: প্রতুল বড়াল এর ছেলে লিটন বড়াল ও মেয়ে সুমা বড়ালের বিরুদ্ধে একই গ্রামের মৃত: মজিদ খানের ছেলে মো: লতিফ খান চিতলমারী প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (১৫জানুয়ারি-২০২৬) সন্ধ্যা ৭টায় তিনি এই সংবাদ সম্মেলন করেন। তিনি তার লিখিত বক্তব্য পাঠকরে বলেন, লিটন বড়াল ও তার বোন সুমা বড়ালদের সাথে তার জায়গা-জমি সংক্রান্ত আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। যে বিষয়টি আড়াল করে তারা প্রশাসনে অত্যন্ত পরিকল্পিত ভাবে একের পর এক মিথ্যা-মামলা ও অভিযোগ করে আসছেন। যার কোন সত্যতা এখনও প্রমান করতে পারেননি। যেমন বিগত কয়েক মাস পুর্বে সুমা বড়ালের চিতলমারী বাজারস্থ একটি দোকান ঘরে লুট-পাট, ১৫ লক্ষ টাকা ছিনতাই এবং তিন ব্যক্তিকে গুম করার একটি মিথ্যা ও কাল্পনিক মামলায় লতিফ খানকে ১নং আসামী করা হয়। এছাড়াও গত ৬আগষ্ট-২০২৪ তারিখ লিটন বড়ালের কুরমনি গ্রামের বাড়ীতে হামলা এবং লুট পাটের আরো একটি নাটক সাজিয়ে লতিফ খানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের হয়। এব্যপারে স্থানীয় প্রশাসন এবং গন্যমান্য ব্যক্তি বর্গ প্রতিটা অভিযোগ যাচাই ও তদন্ত করে লতিফ খান ও তার পরিবারের সম্পৃত্ততা পাননি বলে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে লতিফ খান লিটন বড়াল ও তার বোন সুমা বড়ালের মিথ্যা অভিযোগ ও হয়রানীর বিচার দাবি করেছেন।
|
| |
|
|
|