| একরামুল হক মুন্সী, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটের হ্যাঁ এবং না সম্পর্কিত উদ্বুদ্ধকরণ, নির্বাচন আচরণবিধি বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা৭টায় চিতলমারী বাজার সংলগ্ন শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন, চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, চিতলমারী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সানজিদ,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় । সভায় স্থানীয় সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।
|