যৌতুক না দেওয়ার কারণে চাঞ্চল্যকর নির্যাতনের ঘটনা ঘটেছে। জানা গেছে, অভিযুক্তরা প্রথমে শাশুড়িকে কৌশলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে অমানবিকভাবে মারধর করা হয়—ঘুষি, লাথি ও লাঠি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। নির্যাতনের এক পর্যায়ে নির্মমভাবে লাথি মেরে তাকে পাঁচতলা ভবনের সিঁড়ি থেকে নিচে ফেলে দেওয়া হয়।
পড়ে গিয়ে তিনি মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।