শাহ্ মোঃ জহির : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আউশী ফসল উৎপাদনের লক্ষ্যে দুই হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। গত ২৬ এপ্রিল সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্ত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নিবাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুসারে ফসল উৎপাদন করিবেন। অর্থনীতি ক্ষেত্রে কৃষক জাতির মেরুদন্ড। আমরা আপনাদের পাশে আছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।