বুধবার, জুলাই ২, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত   * কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন ও সাবেক জেলা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত;   * জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন চিতলমারী সীমান্তে নগরমান্দ্রায় বালু উত্তোলনের মহোৎসব   * কক্সবাজারের উখিয়ায় অপহরণ চক্রের ১সদস্যকে গ্রেফতার করেছে. র‍্যাব-১৫   * কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী সহ গ্রেফতার ৪ জন   * চিতলমারীতে দোহার তৈরি করে জীবিকা চলে শতাধিক পরিবারের   * ভেসে গেল মাথা গোঁজার শেষ ঠাঁই: চর আব্দুল্লাহর রাকিব এখন খোলা আকাশের নিচে   * সাতক্ষীরায় মাদকদ্রব্যরে অপব্যবহার ও পাচারবিরোধী আর্ন্তজাতকি দবিস পালন   * পঞ্চগড়ে আবারও সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ   * কক্সবাজারে ছাত্রশিবিরের ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫  

   সারাদেশ
তালায় সুবিধা বঞ্চিতদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রকল্পের শুভ উদ্বোধন
  Date : 12-05-2025

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরা তালায় কাদের বকস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। ৮ মে বৃহস্পতিবার বিকাল ৩ টায় খুলনা- সাতক্ষীরা মহাসড়কের তালার মৃ্র্জাপুর বাজার এলাকায় সুবিধা বঞ্চিতদের জন্য এ স্বাস্থ্য সেবা প্রকল্পের উদ্বোধন করা হয়। কাদের বকস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ঢাকা বাদশাহ ফয়সল ইনস্টিটিউট এর প্রাক্তন অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় নির্বাচন বিষয়ক সচিব তালা-কলারোয়া এলাকার সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ  ইজ্জত উল্লাহ।     

ফাউন্ডেশনের উপদেষ্টা তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মোল্লাহাট বাগরহাট উপজেলা প্রাক্তন স্বাস্থ্য কর্মকর্তা, ডা: মো: আব্দুল গফুর ,কাদের বকস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উপদেষ্টা সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা: মাহমুদুল হক। ন্যাশনাল ডক্টর ফোরাম সাতক্ষীরা জেলা সভাপতি, ডাঃ মোরশেদুল হক, মেডিকেল অফিসার ডাঃ শাহীন আলম, ভি,ডি,এফ সাতক্ষীরা জেলা সভাপতি ডাঃ আফতাব উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওঃ মফিদুল্লাহ প্রমুখ।

 

প্রধান অথিতি বলেন, দুস্থ ও সুবিধা বঞ্চিত অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা ও বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের জন্য  কাদের বক্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন যে কর্মসূচি ঘোষণা গ্রহণ করেছে এটা ধরে রাখার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এখান থেকে হিন্দু-মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকল ধর্ম বর্ণের ও পেশার মানুষ এ সেবা গ্রহণ করবে। এ মহৎ কাজের উদ্যোগ গ্রহণ করার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, কাদের বকস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেবামূলক কার্যক্রমের একটি সমন্বিত  প্রকল্প। এ প্রকল্প সমূহের  মধ্যে নূরানী মক্তব,তালিমুল কুরআন, হিফজুল কোরআন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বয়স্ক শিক্ষা,কারিগরি ও কম্পিউটার শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, ও আত্ম কর্মসংস্থান প্রকল্প গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

 অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওঃ কবিরুল ইসলাম, ডাঃ মুজাহিদুল ইসলাম, ডাঃ নুরুল ইসলাম, ডাঃ আব্দুল মাজেদ, ডা: আলাউদ্দিন ,ইবনে সিনা কোম্পানির এরিয়া ম্যানেজার নাজমুল হুসাইন, তালা উপজেলা  ভিডিএফ সভাপতি ডাঃ আলাউদ্দীন মল্লিক , ইসলামকাটী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক,আল যুবায়ের ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক খান, ডাঃ হাবিবুর রহমান, ডাঃ আবু হাসান প্রমুখ

শোভনালী ফরহাদ গাজী  নেতৃত্বে মৎস্য ঘেরে  চুরি  

 

বিশেষ প্রতিনিধি :আশাশুনির  শোভনালী  ইউনিয়নের মৎস্য ঘেরে  চুরি ঘটনা ঘটেছে।(বৃহস্পতিবার)৮মে রাত তিনটার দিকে  শোভনালী ইউনিয়নে বৈকরঝুটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর পুত্র ফরহাদ গাজী (৫০) নেতৃত্বে শোভনালী বিলের বিভিন্ন মৎস্য ঘেরে তার সংঘবদ্ধ  চক্র নিয়ে বিভিন্ন ব্যক্তির ঘের থেকে আটন ঝেড়ে   বাগদা চিংড়ি মাছ  চুরি করে।স্থানীয় ঘের ব্যবসায়ী বৈকরঝুটি গ্রামের জামাল উদ্দিন সরদারের পুত্র রফিকুল ইসলাম মৎস্য ঘেরে চুরি করার সময় ফরহাদ গাজীর সঙ্গী  গোঁদাড়া গ্রামের আমিরুল গাজীর পুত্র নাজমুল ইসলাম(১৯)কে হাতনাতে ধরে ফেলে।আটকৃত নাজমুল ইসলাম স্বীকারোক্তি দেয় যে আমরা ফরহাদ গাজী  নেতৃত্বে তিন বছর যাবত বিভিন্ন মৎস্য ঘেরে চুরি করে থাকি। এই মাছ ফরহাদ গাজী  কাছে বিক্রি করি।প্রতি রাতে  মাছ বিক্রির  এই টাকা ভাগ করে থাকি। প্রতিদিনের ন্যায় গতকাল ফরহাদ গাজী নেতৃত্বে বালিয়াপুর গ্রামে সুব্রত, বাটরা গ্রামের  শাহিন সহ বিভিন্ন পয়েন্টে মৎস্য ঘেরের আটন ঝাড়তে থাকি।হঠাৎ করে আমি হাতেনাতে ধরা পরি। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানাই, প্রায় প্রতিদিন ঘেরে এসে দেখি আমাদের আটনে মাছ নেই।স্থানীয় মৎস্য চাষীরা বলেন, এ সকল চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া দরকার এবং এদের লিডার ফরহাদ গাজী কে আইনের আওতায় আনতে হবে। তাহলে এ সকল  চুরি করতে সাহস পাবে না।পরবর্তীতে স্থানীয় গ্রাম্য সালিশের মাধ্যমে চোর নাজমুলকে তার পরিবারের জিম্বায় দিয়ে দেয়



  
  সর্বশেষ
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন ও সাবেক জেলা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত;
জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন চিতলমারী সীমান্তে নগরমান্দ্রায় বালু উত্তোলনের মহোৎসব
কক্সবাজারের উখিয়ায় অপহরণ চক্রের ১সদস্যকে গ্রেফতার করেছে. র‍্যাব-১৫

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308