গাজীপুরের শ্রীপুরে বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের সাথে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক এক আড্ডা ও কর্মশালার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী আড্ডা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।উক্ত আড্ডা ও কর্মশালায় মিশকাত রাসেলের সঞ্চালনায় হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজলের সভাপতিত্বে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ও লেখক দীপেন ভট্টাচার্য। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান মৃধা বেনু, হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক দিলশাদ ইসলাম, সিনিয়র শিক্ষক সালাহউদ্দিন আহমেদ, মনির হোসেন, বিল্লাল হোসেন সহ প্রমুখ। আখতার হোসেন স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার পাশাপাশি এ আয়োজনে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণেরও আয়োজন করা হয়েছে। বিজ্ঞানে আগ্রহী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে আড্ডা ও কর্মশালা। দেশের বিশিষ্ট বিজ্ঞানীরা এ কর্মশালায় উপস্থিত ছিলেন। এতে বিষয়ভিত্তিক সেমিনার, মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা, আকাশে তারা দেখার নিয়মাবলি, জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করা হয়।
গাজীপুর প্রতিনিধি
|