|
শ্রীপুরে ১শ বোতল মদ সহ ছাত্রলীগ নেতা ও চার সহযোগী আটক |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা পাথারপাড়া সলিংমোড় এলাকায় অভিযান চালিয়ে ১শ বোতল মদসহ ছাত্রলীগ নেতা সাইফ শাহরিয়ার অভি খান (২৮) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার আরো চার সহযোগীকে আটক করা হয়। শনিবার দিবাগত ভোর রাত ৩ টার দিকে বিদেশী মদ ক্রয়-বিক্রয় করার সময় মাওনা- ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের দক্ষিনপাশে এরশাদ মিয়ার ওয়ার্কশপের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। সাইফ শাহরিয়ার অভি খান শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার ইকবাল হোসেন ছেলে এবং পিয়ার আলী বিশ্ব-বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার সহযোগীরা হলেন-নেত্রকোনা জেলার পূর্বধলার নারায়ন ডহর পশ্চিমপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে রেজাউল করিম (২৬),নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম শহিদ,গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম রনি (২৬),শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড (চেয়ারম্যান বাড়ীর মোড়) এলাকার নয়ন মিয়ার ছেলে আশরাফুল (২৩),ময়মনসিংহের কোতয়ালী থানার চরকালিবাড়ী এলাকার মোস্তফার ছেলে লিমন মিয়া (২৩)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাওনা ইউনিয়নের পাথারপাড়া সলিংমোড় এলাকায় এরশাদ মিয়ার ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে ১শ বোতল বিদেশি মদ সহ তাদের আটক করে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, আটককৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
গাজীপুর প্রতিনিধি
|
|
|
|
|