রবিবার, আগস্ট ৩১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ব্রিজের অভাবে কুড়িগ্রামে ৮ বছর ধরে ৪ গ্রামের মানুষের ভোগান্তিতে পারাপার   * কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল; নানান সংকটে বঞ্চিত চিকিৎসাসেবা   * কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল; নানান সংকটে বঞ্চিত চিকিৎসাসেবা   * ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত   * নেই অনুমোদিত ডিগ্রি, তবুও তিনি দাঁতের চিকিৎসক   * নেই অনুমোদিত ডিগ্রি, তবুও তিনি দাঁতের চিকিৎসক   * কুড়িগ্রামের রৌমারীতে ৯ বছর পর সেতু ফিরে পেলো রাস্তা   * কুড়িগ্রামের রৌমারীর সেই এমপিওভুক্ত কলেজের অনিয়ম তদন্তে ক মিটি গঠন   * শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে কর্মশালা রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাষ্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৭ আগষ্ট) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারী সংস্থা রূপান্তরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সুন্দরবন একটি সংরক্ষিত এলাকা। আমাদের কর্মকান্ডে ও প্লাষ্টিক-পলিথিনের অবাধ ব্যবহারের কারণে চিরচরিত রূপ হারাতে বসেছে। এ জন্য তিনি যুবদের সাথে সকলের কাজ করার আহব্বান জানান। তসলিম আহম্মেদ টংকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী আরিফুল হক, সামাজিক বন কর্মকর্তা মোঃ আছাফুর রহমান প্রমুখ। কর্মশালায় উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং ইয়ুথ ফর সুন্দরবনের যুবরা উপস্থিত ছিলেন। রূপান্তরের ইকো-সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইয়ুথ ফর সুন্দরবনের আহবায়ক মুনতাকিমুল ইসলাম রুহানী। সবশেষে সরকারি ও বেসরকারী সংস্থার প্রতিনিধিরা যুবদের কাজের বিভিন্ন পরিকল্পনা প্রনয়ন করেন। ছবি- শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।   * কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  

   বিশেষ প্রতিবেদন
মানবাধিকার খবরের সহযোগিতায় অবশেষে রাঙ্গামাটি থেকে ঢাকায় ফিরল কিশোরী
  Date : 22-02-2022



করোনায় স্কুল বন্ধ থাকায় টিকটক ও লাইকিতে আসক্ত হয়ে পরে ৮ম শ্রেণীর ছাত্রী মিথিলা আক্তার রিয়া (১৫)। তাতে মা-বাবা বাধা দিলে, সে মায়ের সাথে অভিমান করে পালিয়ে রাঙ্গামাটি চলে যায়। সেখান থেকে উদ্ধার করে মানবাধিকার খবর সম্পাদক রোটারিয়ান মোঃ রিয়াজ উদ্দিন কিশোরীকে মা-বাবার কাছে পাঠান । রিয়া’র বাবার নাম আলমগীর গাজী। সে খিলগাঁও বার্লিং কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে পড়াশোনা করে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ গত ১৪ জুন-২০২১ রাত ১১ টায় কলাবাগান থেকে শ্যামলী পরিবহনে জরুরী অফিসিয়াল কাজে রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার সফরে বের হন মানবাধিকার খবর সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রিয়াজ উদ্দিন। গাড়ীটি রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে গিয়ে যখন আরামবাগ আসে, তখন মিথিলা আক্তার রিয়া নামে বোরকা পরিহিত একটি মেয়ে গাড়ীতে উঠে নির্ধারিত সম্পাদকের পাশের সিটে বসে। গাড়ীটি রাঙামাটির উদ্দেশ্যে চলতে চলতে কুমিল্লার জমজম হোটেলে বিরতি দেয়, তখন রাত বাজে দেড়টা।
কুমিল্লার জমজম হোটেলে বিরতির পর সব যাত্রী বাসে উঠলেও সে বাসের ভিতর উঠতে চাচ্ছে না। গাড়ীর সুপারভাইজার অশোক কারন জানতে চাইলে কিশোরী বলে, সে রাঙ্গামাটি যাবে না, ঢাকায় ফিরে যাবে। তার ভাল লাগছে না বলে অসংলঙ্গ কথাবার্তা বললে সুপারভাইজার খুব সমস্যায় পড়ে যায়। এত রাতে তাকে কোথায় রেখে যাবে। উপায় না পেয়ে সুপারভাইজার সম্পাদকের সাথে যোগাযোগ করে মেয়েটির সমস্যা সম্পর্কে বলে। গাড়ীতে উপস্থিত অন্যান্য যাত্রী ও ড্রাইভারের সামনে সম্পাদক মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেন তার সমস্যা সম্পর্কে। সে জানায়, তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার ষোলসাত রঘুনাথপুর গ্রামে, তার পিতার নাম আলমগীর গাজী। তারা ৪ ভাইবোন। বর্তমানে তারা ঢাকার খিলগাঁওতে থাকে। তার বাবার চা-কফির দোকান আছে। সে খিলগাঁও বার্লি ইন্টারন্যাশনাল কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে ৮ম শ্রেণিতে পড়াশোনা করে। রাঙামাটিতে বেড়াতে যাচ্ছে। এর চাইতে আর বেশি কিছু বলতে চাচ্ছে না। গাড়ীতে তাকে সবাই সাহস দিয়ে রাঙ্গামাটিতে যাওয়ার জন্য অনুরোধ করে। কারন এতরাতে মেয়েটি কোথায় যাবে। গাড়ী আবারও চলতে থাকলো রাঙ্গামাটির উদ্দেশ্যে। রাঙ্গামাটির কাছাকাছি এলে যাত্রীরা সবাইযে যার মত নেমে যায়। গাড়ীতে অবশিষ্ট যাত্রী হিসাবে সম্পাদক ও কিশোরী মেয়েটি থেকে যায়। গাড়ীর শেষ স্টপেজের আগে পার্বত্য উন্নয়ন বোর্ডের সামনে সম্পাদক নেমে যেতে চাইলে গাড়ীর ড্রাইভার সুপারভাইজার অনুরোধ করে মেয়েটিকে তার গন্তব্যে পৌঁছে দিতে। তখন বাজে ভোর ৫ টা। তাড়াহুড়া করে নেমে যাওয়ার পর সম্পাদক তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে। প্রতি উত্তরে মেয়েটি বলে তার যাওয়ার কোন জায়গা নেই। এখানে কোথাও সে চেনে না। এখানে সে এসে উদ্দেশ্যহীনভাবে ঘুড়তে। কারন সে মা বাবাকে না বলে পালিয়ে এসেছে। তখন সম্পাদক বিব্রতকর পরিস্থিতিতে পরে যান। এত ভোরে মেয়েটিকে কোথায় রাখবে। তার কাছে কোন আইডি কার্ড নেই, যে কোন হোটেল বা গেস্ট হাউজে রাখা যায়। শেষ পর্যন্ত সম্পাদক রাস্তায় কথা না বলে তাকে নিয়ে যায় পার্বত্য উন্নয়ন বোর্ডের গেষ্ট হাউজের অফিস রুমে। সম্পাদক ঐ দিন তাকে সাথে নিয়ে রাঙ্গামাটিতে পার্বত্য উন্নয়ন বোর্ড, পৌরসভা সহ বিভিন্ন অফিসে কাজ শেষে ও কাপ্তাই লেক বেড়ানোর পর সন্ধ্যা ঘনিয়ে এলে রাঙ্গামাটিতে তার কোন থাকার জায়গা না থাকায় ঢাকা থেকে শ্যামলী পরিবহনে আসা ড্রাইভার ও সুপারভাইজারের পরামর্শক্রমে ঐ দিন রাতে হানিফ পরিবহনের একটি গাড়িতে টিকিট কেটে উঠিয়ে দেওয়া হয় এবং তাকে সরাসরি মা-বাবার কাছে পৌঁছে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়। এ সময়ে সম্পাদকের সাথে ছিলেন মানবাধিকার খবরের রাঙ্গামাটি প্রতিনিধি অং কে মারমা।
দীর্ঘ সফর শেষে সম্পাদক ঢাকায় ফিরলে কিশোরী মেয়েটি সম্পাদকের সাথে সাক্ষাত করেন। মা-বাবার সাথে ভুল বোঝাবুঝির এক পর্যায়ে রাঙ্গামাটিতে পালিয়ে যাওয়ায় সে অনুতপ্ত হয় এবং তাকে ঢাকায় মা-বাবার কাছে ফিরে আসতে সহায়তা করার জন্য সম্পাদককে কৃতজ্ঞতা জানায়।
এ ব্যাপারে মানবাধিকার খবর গত জুন-২০২১ সংখ্যায় একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।



  
  সর্বশেষ
ব্রিজের অভাবে কুড়িগ্রামে ৮ বছর ধরে ৪ গ্রামের মানুষের ভোগান্তিতে পারাপার
কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল; নানান সংকটে বঞ্চিত চিকিৎসাসেবা
কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল; নানান সংকটে বঞ্চিত চিকিৎসাসেবা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308