রিপোর্টার সুবর্ণা নিহত: মোঃ আসাদুজ্জামান তুহিন, বয়স: প্রায় ৩৮–৪০ বছর, দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা, গাজীপুরে বসবাস করতেন ।
হত্যার সময় ও স্থান: ৭ আগস্ট সন্ধ্যায় (প্রায় রাত ৮টা) গাজীপুরের ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকায়, মসজিদ মার্কেটের পাশের এক চায়ের দোকানে তাঁকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে ও গলায় আঘাত করে হত্যা করা হয় ।
হত্যার পটভূমি ও কারণ
ঘটনার সময় তুহিন মোবাইলে এক যুবকের ওপর গ্রেপ্তারদায়ক আচরণ ভিডিও করছিলেন, যারা একটি নারীর সঙ্গে গণ্ডগোল মাচাচ্ছিল ।
দুষ্কৃতিরা ভিডিওটি মুছে ফেলতে বলে, যা তিনি প্রত্যাখ্যান করলে তিনি তাদের ভয়ে দৌঁড়াতে থাকেন এবং চায়ের দোকানে আশ্রয় নেন। সেখানেই তারা তাঁকে ধরে কুপিয়ে হত্যা করে ।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া “চাঁদাবাজি নিয়ে লাইভ করার কারণে নিহত” বক্তব্যটি ভুল ও দ্রুত প্রচারিত বিভ্রান্তি বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে ।