|
চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ৩৮৪ বৈধ অস্ত্র জমাপড়েছে; |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
আওয়ামী লীগের শাসনামলে নিবন্ধন পাওয়া ৩৮৪টি আগ্নেয়াস্ত্র ও ১৯ হাজারের বেশি গুলি জমা পড়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায়। নিবন্ধন স্থগিত হওয়ার পর গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় এসব বৈধ অস্ত্র ও গুলি থানায় জমা পড়েছে বলে নগর পুলিশের তরফে একাধিক সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের গত সাড়ে ১৫ বছরের শাসনামলে চট্টগ্রাম নগরীর বেসামরিক লোকজন ৪৫৪টি আগ্নেয়াস্ত্রের নিবন্ধন পেয়েছিল। এর মধ্যে কোতোয়ালী থানার অন্তর্গত নিবন্ধনের সংখ্যা ৭৯টি, বাকলিয়ার পাঁচটি, সরদঘাট থানায় ২৬টি, চকবাজার থানায় ৩৫টি, চান্দগাঁও থানায় ২৪টি, পাঁচলাইশ ৬০টি, খুলশী থানায় ৯৩টি, বায়েজীদ বোস্তামী থানায় ৩২, ডবলমুরিং থানায় ৩৫, হালিশহর থানায় ২১টি, পাহাড়তলী ও বন্দর থানায় থানায় ১২টি করে, আকবর শাহ ও পতেঙ্গা থানায় তিনটি করে এবং ইপিজেড ও কর্ণফুলী থানায় সাতটি করে আগ্নেয়াস্ত্রের নিবন্ধন দেওয়া হয়েছিল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে গত ২৫ অগাস্ট প্রজ্ঞাপন জারি করে অন্তবর্তীকালীন সরকার। নিবন্ধন পাওয়া এসব অস্ত্রের পাশাপাশি গোলাবারুদও ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার নির্দেশনাও দেয়া হয় প্রজ্ঞাপনে। প্রজ্ঞাপন জারির পর গত ৩ অগাস্ট পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ৩৮৪টি আগ্নেয়াস্ত্র এবং ১৯ হাজার ৬২৬ রাউন্ড গুলি জমা পড়েছে। এগুলোর মধ্যে নগরীর কোতোয়ালী থানায় ৫৩টি আগ্নেয়াস্ত্র ও তিন হাজার ৫২৭ রাউন্ড গুলি, বাকলিয়া থানায় ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৫৮ রাউন্ড গুলি, সরদঘাট থানায় ২১টি আগ্নেয়াস্ত্র ও ৭৫৭ রাউন্ড গুলি, চকবাজার থানায় ৩১টি আগ্নেয়াস্ত্র ও ৯৩১ রাউন্ড গুলি, চান্দগাঁও থানায় ২৫টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ১৭০ রাউন্ড গুলি, পাঁচলাইশ থানায় ৯৫টি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার ৩৬৮ রাউন্ড গুলি, খুলশী থানায় ৭০টি আগ্নেয়াস্ত্র ও তিন হাজার ১৬২ রাউন্ড গুলি, বায়েজিদ বোস্তামী থানায় আটটি আগ্নেয়াস্ত্র ও ৪০৫ রাউন্ড গুলি, ডবলমুরিং থানায় ১৯টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার রাউন্ড গুলি, হালিশহর থানায় ১৭ টি আগ্নেয়াস্ত্র ও ৮৭০ রাউন্ড গুলি, পাহাড়তলী থানায় ৯টি আগ্নোয়স্ত্র ও ৮২৮ রাউন্ড গুলি, আকবর শাহ থানায় দুইটি আগ্নেয়াস্ত্র ও ১১৬ রাউন্ড গুলি, বন্দর থানায় ১২টি আগ্নেয়াস্ত্র, ৩২৬ রাউন্ড গুলি, ইপিজেড থানায় সাতটি আগ্নেয়াস্ত্র ও ৪৫৩ রাউন্ড গুলি, পতেঙ্গা থানায় তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৫৩ রাউন্ড গুলি এবং কর্ণফুলী থানায় সাতটি আগ্নেয়াস্ত্র ও ৪০২ রাউন্ড গুলি জমা পড়েছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলশী থানায় জমা পড়া ৭০টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪৬টি খুলশী থানায় এলাকায় নিবন্ধন পাওয়া এবং বাকিগুলোর মধ্যে ২০টি দেশের অন্যান্য জেলায় ও চারটি নগরীর অন্যান্য থানা এলাকায় বাসিন্দার নামে নিবন্ধন পাওয়া আগ্নেয়াস্ত্র। নোয়াখালী জেলায় নিবন্ধন পাওয়া দুইটি অস্ত্র ডবলমুরিং থানায় জমা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পাহাড়তলী থানার অধীনে নিবন্ধন পাওয়া একটি অস্ত্র ঢাকার উত্তরা পশ্চিম থানায় এবং একটি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় জমা দেওয়া হয়েছে। এছাড়া আকবরশাহ থানার অধীনে নিবন্ধন পাওয়া একটি অস্ত্র জেলার সীতাকুণ্ড থানায় এবং সীতাকুণ্ড থানার একটি অস্ত্র আকবর শাহ থানায় এবং কর্ণফুলী থানার দুইটি ডবলমুরিং ও একটি অস্ত্র খুলশী থানায় জমা দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান পুলিশ কর্মকর্তা তারেক আজিজ।
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম।
|
|
|
|
|