শিশুবান্ধব স্থানীয় সরকার গঠনের লক্ষ্যে কচুয়া উপজেলা সূর্য কিরণ কেন্দ্রীয় শিশু ফোরামের উদ্যোগে কচুয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে (৩নং মঘিয়া ইউনিয়ন, ৪নং কচুয়া সদর ইউনিয়ন, ৫নং গোপালপুর ইউনিয়ন,৬ নং রাড়িপাড়া ইউনিয়ন ও ৭ নং বাদল ইউনিয়ন) আগামী ২০২৪-২৫ বার্ষিক বাজেটে ”বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন নিয়ে শিশুবান্ধব সংলাপ-২০২৪ এর আয়োজন করা হয়। অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্য ও কচুয়া এরিয়া প্রোগ্রামের সকল প্রোগ্রাম অফিসার গন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের কল্যাণের জন্য প্রস্তাবনা সমূহ আগ্রহ সহকারে শ্রবন করেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন শিশুদের কল্যাণের জন্য প্রস্তাবনা সমূহ বিবেচনা করে আগামী বছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্ধ দেওয়ার আশ্বাস প্রদান করেন। ৫টি সংলাপে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা সূর্য কিরণ কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি অঙ্কিতা মৃধা। এছাড়া ও কচুয়া এরিয়া প্রোগ্রামের সকল প্রোগ্রাম অফিসার, স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার এবং এরিয়া প্রোগ্রাম ম্যানেজার এলিস মন্ডল এই সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উজ্জ্বল কুমার দাস(কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।।