অদ্য ১৫ মে রোজ বুধবার বিকাল ৫টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইনডোর স্টেডিয়ামে কক্সবাজার জেলা ও দায়রা জর্জ আদালতের নতুন নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর এবং কক্সবাজার জেলা ইয়োগা এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মোঃ রেজাউর রহমান রেজাকে কক্সবাজার জেলা ইয়োগা এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট জসীমউদ্দীন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক কাউন্সিলর হেলাল উদ্দিন কবির।কক্সবাজার ইয়োগা এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন , সিনিয়র কার্য নির্বাহী সদস্য মোঃ সেলিম এজাহার, প্রশিক্ষক সিদ্দিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা, নেতৃবৃন্দ ও অসংখ্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম।
|