গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা, হয়রানি ও হুমকি ধামকির ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। শনিবার দুপুর ১২ টায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মিটালু গ্রামের তেঁতুলতলা-ত্রিমোহনী সড়কে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আউলাদ হোসেনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবেশী ও প্রতিপক্ষ মোহাম্মদ রাসেল, আব্দুল রহমান সহ তাদের সহযোগীরা গত ২০ জানুয়ারি রাত আনুমানিক ১০ টার দিকে তাদের বাড়ি যাতায়াতের রাস্তায় গতিরোধ করে মৃত বরকত আরাফাতের ছেলে আউলাদ হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তাকে প্রথমে শ্রীপুর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর হামলাকারীরা তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে খুন জখমের হুমকি অব্যাহত রেখেছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। আউলাদ হোসেন জানান, এ ব্যাপারে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় ২১ জানুয়ারি শ্রীপুর থানায় হামলাকারীদের অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । কিন্তু অভিযোগটি আহত মামলা হিসেবে রুজু হয়নি। সংবাদ সম্মেলনের পর আওলাদ হোসেন তার পরিবারের সদস্য এবং স্বজনদের নিয়ে তেঁতুলতলা-ত্রিমোহনী সড়কে মানববন্ধন করেন।
অভিযুক্ত মোঃ রাসেল জানান, আওলাদ হোসেনের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা সাজানো এবং বানোয়াট। উপরন্ত রাসেলের পরিবার আওলাদ হোসেন গংদের অত্যাচার ও হয়রানির শিকার হচ্ছেন। এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, যেকোনো ঘটনা অভিযোগ হিসেবে জমা হয় পরে একজন উপ পরিদর্শককে দায়িত্ব দিয়ে তদন্ত করার জন্য বলা হয়। তদন্ত সাপেক্ষে ওই অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়।
গাজীপুর প্রতিনিধি