|
মানবাধিকার ও শান্তির বারতা নিয়ে আসুক |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
স্বাগতম পহেলা বৈশাখ।এ দিনে সব বাঙালি প্রানের উচ্ছ্বাসে দিনটি বরণ করে থাকে। পালন করে নববর্ষ। বাংলাদেশেই শুধু নয়, ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরাও পালন করে এ দিনটি। দুঃখজনক যে, বাঙালি হয়েও আমাদের জীবনে বাংলা সন বা মাস গণনার গুরুত্ব কি তা নিয়ে সংশয় আজও চালু রয়েছে সচেতন মহলে। বহুকাল ধরে শহর-গ্রাম নির্বিশেষে এখানকার নাগরিকরা খ্রিষ্টীয় সাল-তারিখেই অভ্যস্থ হয়ে উঠেছে। পঞ্জিকা জানা গুটিকায় মানুষ বাদ দিলে সহসা কেউ বাংলা মাসেরও তারিখ বলতে পারেন না। তবু ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির এই সর্বজনীন উৎসবের দিনে সারাদেশে উৎসবের আমেজ থাকে। তবে বর্তমান বাস্তবতায় সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা দেশবাসির মনে আতংকের ছাপ ফেলায় কিছুটা হলেও উৎসবের আমেজ ম্লান হয়েছে বৈকি। বাঙালি আবেগী ও উৎসবপ্রবণ জাতি হিসেবে পরিচিত। বাংলার লোকজীবনে নির্মল আনন্দ উপভোগের জন্য বিভিন্ন মেলা বা উৎসবের আয়োজন হয়ে আসছে দীর্ঘদিন থেকে। সুতরাং উৎসবের কথা যদি ওঠে তবে প্রথমেই আসে পহেলা বৈশাখের কথা। সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শে উজ্জীবিত হয়েই নববর্ষ উৎসবে মিলিত হয় আপামর বাঙালি জাতি। একদা এ নববর্ষ উৎসব গ্রাম থেকে শহরমুখী হয়েছেএবং শহরে এসে যোগ দিয়েছে নানা মাত্রা। রাজধানী ঢাকায় পহেলা বৈশাখের সবচেয়ে বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। চারুকলা ইন্সটিটিউটের উদ্যোগে প্রথম যে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছিল, তা আজও বাঙালির সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শুধু রমনা বা চারুকলা নয়, গোটা রাজধানী জুড়েই থাকবে উৎসবের আমেজ। আমরা মনে করি, এ দিনে আমাদের বাঙালি জাতিকে সব অশুভ পেছনে ফেলে নব জাগরণে উদ্ভাসিত হতে হবে।আসুন আজ সবার কন্ঠে কন্ঠ মিলিয়ে বলি- ‘বৎসরের আবর্জনা দূর হয়ে যাক’। প্রকৃতি যেমন নতুন বছরকে স্বাগত জানাতে ‘নব পত্র-পল্লবে’ সুশোভিত হয়েছে তেমনি বাঙালিকেও নববর্ষের এ দিনটি নব জাগরণে উদ্ভাসিত রাখুক সারাবছর এ প্রত্যাশা আমাদের। নিজস্ব সংস্কৃতিকে ধারন করে শান্তি-শৃঙ্খলা, রুচিশীলতা ও নীতি-নৈতিকতার পরিমন্ডলে শালীনতার মধ্যে দিয়ে আনন্দ-উৎসবে ‘বাংলা নববর্ষ’ উদযাপিত হোক এ কামনা করি। শুভ নববর্ষ উপলক্ষ্যে মানবাধিকার খবর’র দেশ-বিদেশের সকল পাঠক, লেখক, সংবাদকর্মী, উপদেষ্টা, এজেন্ট, শুভাকাঙ্খি ও সংশ্লিষ্ট সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা নববর্ষের এ শুভ দিনে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করছি। সেই সাথে প্রত্যাশা করছি মানবাধিকার ও শান্তির বারতা নিয়ে আসুক শুভ নববর্ষ ১৪২৫।
|
|
|
|
|