মােঃজানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।মঙ্গলবার (২৪ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।জানা গেছে, পাঠানিয়া গোদা সড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে দোকান বসানো হয়। এতে সড়ক দিয়ে জনসাধারণের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছিল। উচ্ছেদ অভিযানে দোকানপাট সরিয়ে ফেলা হয় এবং সড়কটিকে দখলমুক্ত করা হয়। অভিযানকালে ট্রেড লাইসেন্স না থাকা, রাস্তার ওপর দোকানের মালামাল রাখা ও দোকানের অবৈধ সম্প্রসারণের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করে চসিক।
চসিকের কর্মকর্তারা জানান, নগরের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জনদুর্ভোগ কমাতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা–কর্মচারী, চান্দগাঁও থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।