|
মাহবুব উল আলম ইসলামী ব্যাংকের নতুন এমডি |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন মাহবুব উল আলম। তিনি নতুন পদে যোগ দিয়েছেন বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ১৭ জানুয়ারি বেসরকারি খাতের সবচেয়ে বড় এই ব্যাংকের পরিচালনা পর্ষদ মাহবুব উল আলমকে এমডি করা সংক্রান্ত প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠায়। কেন্দ্রীয় ব্যাংক সে প্রস্তাব অনুমোদন দেওয়ার পর তিনি তার এই নতুন দায়িত্ব পালন শুরু করেছেন। বয়সের কোটা পূর্ণ হওয়ায় সদ্য বিদায়ী এমডি আব্দুল হামিদ মিঞার মেয়াদ ৯ ফেব্রুয়ারি শেষ হয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যাংকে এমডি নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি লাগে। পরিচালনা পর্ষদ কারও নাম অনুমোদন করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর পর বাংলাদেশ ব্যাংক যদি অনাপত্তিপত্র দেয় তাহলেই তাকে এমডি হিসেবে নিয়োগ দিতে পারবে ব্যাংকটি। মাহবুব উল আলম ১৯৮৪ সালের ৫ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংকে যোগ দেন। তিনি ব্যাংকটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। মোঃ মাহবুব উল আলম ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ইনভেস্টমেন্ট (ক্রেডিট) কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে তিনি ব্যাংকটির ইনভেস্টমেন্ট (ক্রেডিট) কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাহবুব উল আলম ১৯৫৬ সালের কুমিল্লা জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
|
|
|
|
|