মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম :কাঁচামাল হিসেবে ইট ভাটায় মাটির যোগান দিতে বেপরোয়া হয়ে উঠেছে চট্টগ্রামের সাতকানিয়ায় মাটি খেকো সিন্ডিকেট। উপজেলাজুড়ে ২৪ ঘণ্টাই চলছে এসব সিন্ডিকেটের অপতৎপরতা। কৃষি জমি, পাহাড়, টিলা, নদীর পাড়সহ কোন কিছুই রেহাই পাচ্ছে না তাদের হাত থেকে। নিয়মিত অর্থদণ্ড দিয়েও তাদের এ অপকর্ম বন্ধ করতে পারছেন না উপজেলা প্রশাসন। উল্টো পাল্লা দিয়ে দোর্দণ্ড প্রতাপে চালিয়ে যাচ্ছে অবৈধ মাটিব্যবসা।
এ অবস্থায় কৃষি জমির মাটির উপরের অংশ (টপ সয়েল) কাটার অভিযোগের সত্যতা পেয়ে এক ইটভাটার মালিককে ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কেরানীহাট এলাকার NBM-4 ইটভাটা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এসময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় NBM-4 ইটভাটার ম্যানেজার সাতকানিয়া উপজেলার রসুলাবাদ ৬ নম্বর ওয়ার্ড এলাকার মোশাররফের ছেলে মো. শাহজাহান (৩৭) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ‘কৃষি জমির মাটি কাটার দায়ে NBM-4 নামের ইটভাটার ম্যানেজারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তিন লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে কৃষিজমি ও পাহাড় কাটা রোধে মাটি খেকোদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও আনসার সদস্যরা সহায়তা করেন।