মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিবকে বদলির পর এবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে উপ-সচিব মো. বেলাল হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমানকে। তাদের প্রেষণে নিয়োগ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের ১৯ জানুয়ারির মধ্যে কর্মস্থল ছাড়তে বলা হয়েছে। তবে বিষয়টি জানাজানি হয়েছে সোমবার (১৩ জানুয়ারি)।
২০১৯ সালের ১৮ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মচারী চাকরি প্রবিধিমালা (১৯৯৭) লঙ্ঘন করে উপ-সচিব পদে মো. বেলাল হোসেনকে পদায়ন করে মন্ত্রণালয়। সে সময় মো. বেলাল হোসেন চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন।
অন্যদিকে, বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে চট্টগ্রামে আসছেন এনসিটিবির (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) কারিকুলাম বিশেষজ্ঞ ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী। আর উপসচিব হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন সাতকানিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আলম। এর আগে গত ৯ জানুয়ারি বোর্ডের বর্তমান সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে বদলি করা হয় সরকারি সালেহ আহমেদ কলেজে।