মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম: নগরের সৌন্দর্যে ব্যানার পোস্টার সরাতে প্রয়োজনে আইনি ব্যবস্থার দিকে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, নগরে এখন ব্যানার, পোস্টার দেখা যাচ্ছে। এসব নগরের সৌন্দর্য বিনষ্ট করছে। প্রত্যেকটা ওয়ার্ডকে গ্রিন সিটির আওতায় আনতে চাই। প্রথমে গণসচেতনতার দিকে যাচ্ছি; এরপর আইন আছে। নগরকে সুন্দর করার জন্য আমাদেরকে অবশ্যই আইনি পথে হাঁটতে হবে।
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে কাজির দেউরি বাজার ব্যবসায়ীদের মাঝে বর্জ্য সংগ্রহের বিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গা, প্রত্যেকটি মার্কেট ও জায়গায় বর্জ্য সংগ্রহের জন্য প্লাস্টিকের বিন বিতরণের কার্যক্রম শুরু করেছি। দুই-তিন মাস পরে বর্ষা মৌসুম আসছে। বর্ষার সময় জলাবদ্ধতা আমাদের শহরের প্রধান সমস্যা। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে পলিথিন, প্লাস্টিক, কর্কশিটসহ অপচনশীল দ্রব্যাদি। সেগুলো ডাস্টবিনে ফেলতে হবে। যত্রতত্র নালা-নর্দমার মধ্যে ফেললে এগুলোই কিন্তু আমাদের মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে।
দোকানের সামনে বর্জ্য সংগ্রহের প্লাস্টিকের বিন দেওয়ার পরেও ময়লা পড়ে থাকলে সে দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন মেয়র শাহাদাত।
তিনি বলেন, ট্রেড লাইসেন্স বাতিল শুধু মুখের কথা নয়। এটা প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। এই শহরের মধ্যে আপনারা হাঁটছেন, আপনার নেক্সট জেনারেশন হাঁটবে, আপনার ছেলেরা হাঁটবে। কাজেই এই শহরকে সুন্দর করার দায়িত্ব আপনাদের আমাদের সবার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।