উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় তারুণ্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় এর সার্বিক তত্ত্বাবধানে এই উৎসব বাস্তবায়নে কাজ করছে কচুয়া উপজেলা প্রশাসন।
২০২৪ সালের ৩১শে ডিসেম্বর দুপুর ১২ টায় তারুণ্য উৎসব সফল করার উদ্দেশ্যে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন স্তরের ব্যক্তিদের সাথে উপজেলা সভাকক্ষে একটি জরুরী সভা করেন। সভার শেষে কচুয়া উপজেলা চত্বরে তারুণ্য রেলী অনুষ্ঠিত হয়।
এ সময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়াদ্দার, কচুয়া থানার ওসি তদন্ত দেবাশীষ মন্ডল,কচুয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরণ পাইক, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম সহ কচুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।